For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এনসিটিই-র নিয়মে শিথিলের দাবি! যা বললেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী

এনসিটিই এবং শিক্ষার অধিকার আইনে শিথিল না করলে সংকটে পড়বে ত্রিপুরা। এমনটাই বললেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। রাজ্যের স্কুলগুলিতে ১২,২২২ ওপর শিক্ষকের পদ খালি রয়েছে বলে জানিয়েছেন তিনি

  • |
Google Oneindia Bengali News

এনসিটিই এবং শিক্ষার অধিকার আইনে শিথিল না করলে সংকটে পড়বে ত্রিপুরা। এমনটাই বললেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী রতনলাল নাথ। রাজ্যের স্কুলগুলিতে ১২,২২২ ওপর শিক্ষকের পদ খালি রয়েছে বলে জানিয়েছেন তিনি। যদি আইন শিথিল না করা হয়, তাহলে হাজার হাজার ছাত্র সমস্যায় পড়বে।

এনসিটিই-র নিয়মে শিথিলের দাবি! যা বললেন ত্রিপুরার শিক্ষামন্ত্রী

ত্রিপুরার শিক্ষামন্ত্রী জানিয়েছেন, পাশ করে গিয়েছেন, কিংবা পড়াশোনা করছেন রাজ্যের এমন সব বিএড প্রার্থীকে ধরলে বড় জোড় সংখ্যাটা ১৫০০-র মতো হবে।

এর আগে রাজ্যের মুখ্যমন্ত্রী ২০ এপ্রিল বিষয়টি নিয়ে প্রধানমন্ত্রীর কাছে দরবার করেছিলেন। একবারের জন্য ছাড় দেওয়ার অনুরোধও করেছিলেন।

রাজ্যের বিএড ট্রেনিদের শেষ দলটি স্টেট সিভিল সেক্রেটারিয়েটের সামনে বিক্ষোভ প্রদর্শন করে। রাজ্য সরকারে কেন শিক্ষক নিয়োগে নিয়মের শিথিল চাইছে, সেই প্রশ্ন তোলের বিক্ষোভকারীরা।

ত্রিপুরার শিক্ষামন্ত্রী জানিয়েছেন, মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক যদি নিয়মে শিথিল করেও, তবুও বিএড ট্রেনিদের স্বার্থ বিঘ্নিত হবে না।

এই মুহূর্তে ত্রিপুরায় শিক্ষকের সংখ্যা প্রায় ৩০ হাজার। যার মধ্যে ৬,৮৬৪ জন আগামি বছরে অবসর নেবেন।

English summary
Tripura Education Minister seeks relaxation of NCTE rules
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X