For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

DA increase: নতুন বছরের আগেই সুখবর! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য ১২% ডিএ বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

DA increase: নতুন বছরের আগেই সুখবর! সরকারি কর্মী-পেনশনভোগীদের জন্য ১২% ডিএ বৃদ্ধির ঘোষণা মুখ্যমন্ত্রীর

  • |
Google Oneindia Bengali News

নতুন বছর শুরুর আগে সুখবর রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য। মুখ্যমন্ত্রী ১২ শতাংশ করে মহার্ঘভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন। যা কার্যকর হবে এই ডিসেম্বর থেকে। ১২ শতাংশ মহার্ঘভাতা বৃদ্ধির পরে মোট মহার্ঘভাতা গিয়ে দাঁড়াল ২০ শতাংশে।

আগামী বছরের শুরুতে বিধানসভা নির্বাচনের আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহার এই ঘোষণা যথেষ্টই তাৎপর্যপূর্ণ।

কারা কারা উপকৃত

ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা জানিয়েছেন, রাজ্য সরকারের এদিনের সিদ্ধান্তের ফলে সেখানকার প্রায় একলক্ষ পাঁচ হাজার নিয়মিত কর্মী এবং প্রায় ৮১ হাজার পেনশনভোগী উপকৃত হবেন। এছাড়াও আংশিক সময়ের কর্মীরা সুবিধা পাবেন। কেননা তাঁদের পারিশ্রমিকও দ্বিগুণ করা হয়েছে এদিনের ঘোষণায়।

মুখ্যমন্ত্রী এক বিবৃতিতে বলেছেন, ত্রিপুরা সরকার রাজ্য সরকারি কর্মী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘভাতা বৃদ্ধি করা হয়েছে ১২ শতাংশ। ফলে এখন তা বেড়ে হয়েছে ২০ শতাংশ। এটি ২০২২-এর ডিসেম্বর থেকে কার্যকর হবে।

বছরে অতিরিক্ত ব্যয়

বছরে অতিরিক্ত ব্যয়

মুখ্যমন্ত্রী বলেছেন, এই মহার্ঘভাতা বৃদ্ধির সিদ্ধান্তের ফলে প্রতিমাসে সরকারের ১২০ কোটি টাকা অর্থাৎ বছরে ১৪৪০ কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে। তিনি আরও বলেছেন, সরকারের কাছে সম্পদের স্বল্পতা সত্ত্বেও সরকার লক্ষ লক্ষ কর্মী ও তাঁদের পরিবারকে উপকৃত করতে মজুরি কাঠামো সংশোধন করেছে।

নববর্ষের উপহার

নববর্ষের উপহার

রাজ্যের অর্থদফতরের দায়িত্ব রয়েছে উপমুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মার হাতে। তিনি বলেছেন সরকারি কর্মীদের ডিএ না বাড়ানো এবং সুবিধাভোগীদের সামাজিক পেনশন না দেওয়া নিয়ে সমালোচনা করা হয়েছে। তিনি বলেছেন, সরকারের লক্ষ্য হল সব থেকে বেশি সংখ্যক মানুষের কাছে সর্বোচ্চ সুবিধা পৌঁছে দেওয়া। সরকার এই পদক্ষেপের মাধ্যমে কর্মীদের জন্য একটি মানদণ্ড নির্ধারণ করতে চায় বলেও জানিয়েছেন তিনি।
এদিনের ডিএ ঘোষণা নববর্ষের উপহার না নির্বাচনী উপহার, এই প্রশ্নের উত্তরে অর্থমন্ত্রী বলেছেন, সাধারণ মানুষ বিষয়টিকে কীভাবে দেখছেন, তার ওপরে নির্ভর করছে। প্রসঙ্গত ফেব্রুয়ারিতে ত্রিপুরায় বিধানসভা নির্বাচন হওয়ার কথা।

 নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ-ও বাড়বে

নতুন বছরে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের ডিএ-ও বাড়বে

অন্যদিকে নতুন বছরের শুরু থেকে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা মহার্ঘভাতা পাবেন। এই মুহূর্তে কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীরা ৩৮ শতাংশ মহার্ঘভাতা পেয়ে থাকেন। সরকার তা ৪ শতাংশ বাড়াতে পারে। ফলে তা ৪২ শতাংশে গিয়ে দাঁড়াবে।

অন্যদিকে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে গত বছরের ১ জানুয়ারি থেকে ৩ শতাংশ ডিএ বৃদ্ধি করা হয়েছিল। তারপর থেকে আর কোনও ডিএ বৃদ্ধি করা হয়নি। তবে হাইকোর্টে ও সুপ্রিম কোর্টে মামলা হয়েছে। যার চূড়ান্ত আদেশের অপেক্ষায় রয়েছেন সরকারি কর্মী ও পেনশনভোগীরা।

অনুব্রত-গড়ে তৃণমূলে ভাঙন ধরালেন শুভেন্দু, 'দলত্যাগী’ বিপ্লবের বিজেপি-যোগে খেলা শুরুঅনুব্রত-গড়ে তৃণমূলে ভাঙন ধরালেন শুভেন্দু, 'দলত্যাগী’ বিপ্লবের বিজেপি-যোগে খেলা শুরু

English summary
Tripura CM Manik Saha announces his Govt is going to increase DA for employees and pensioners by 12% from December 2022
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X