For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দলের সভাপতি নির্দোষ! সিপিএম ও কংগ্রেসকে কড়া আক্রমণে বিপ্লব

বিজেপি সভাপতি অমিত শাহকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে সিপিএম ও বিজেপি। এমনটাই অভিযোগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব।

  • |
Google Oneindia Bengali News

বিজেপি সভাপতি অমিত শাহকে কালিমালিপ্ত করার চেষ্টা করেছে সিপিএম ও বিজেপি। এমনটাই অভিযোগ করলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সোহরাবুদ্দিন শেখ হত্যা মামলার বিশেষ সিবিআই বিচারক লোয়ার মৃত্যু নিয়ে এই কালিমালিপ্ত করা চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন তিনি।

দলের সভাপতি নির্দোষ! সিপিএম ও কংগ্রেসকে কড়া আক্রমণে বিপ্লব

সম্প্রতি সুপ্রিম কোর্টের ডিভিশন বেঞ্চ লোয়ার মৃত্যু নিয়ে ফের তদন্তের জন্য বিশেষ দল গঠনের আবেদন খারিজ করে দিয়েছে। সুপ্রিম কোর্ট জানিয়েছে বিচারক লোয়ার মৃত্যু স্বাভাবিক নিয়মেই হয়েছে। এরপরেই বিপ্লব দেবের এই আক্রমণ। তিনি বলেছেন, সিপিএম ও কংগ্রেসের লজ্জা হওয়া উচিত।

ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের অভিযোগ, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী এবং সিপিএম নেতা সীতারাম ইয়েচুরি অমিত শাহের বিরুদ্ধে সরব। তাঁরাই সংসদে এই বিষয়ে কাজে ব্যাঘাতের জন্য দায়ী। যদিও সুপ্রিম কোর্ট দলের সভাপতিকে মুক্তি দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী দাবি, তাঁদের এই কাজের জন্য সাধারণ মানুষের কাছে এই দুই নেতার ক্ষমা চাওয়া উচিত।

২০১৪-র ডিসেম্বরে মৃত্যুর আগে বিচারক লোয়া সোহরাবুদ্দিন হত্যা মামলার শুনানিতে অংশ নিয়েছিলেন। সেই মামলায় অভিযুক্ত ছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। যদিও মামলা থেকে পরবর্তী পর্যায়ে অব্যাহতি দেওয়া হয় বিজেপি সভাপতিকে। নাগপুরে বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়েই বিচারক লোয়ার মৃত্যু হয়েছিল, তদন্তে জানিয়েছিল পুলিশ।

English summary
Tripura CM Biplab Kumar Deb has criticised CPM and Congress for allegedly trying to malign BJP president
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X