For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মাস্কের বিকল্প কী, সন্ধান দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মাস্কের বিকল্প কী, সন্ধান দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

Google Oneindia Bengali News

করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ছে গোটা দেশে। মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার অত্যাবশ্যক হয়ে উঠেছে। এই অবস্থায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব এক বিকল্প মাস্কের সন্ধান দিলেন।। ভিডিও প্রকাশ করে তিনি দেখালেন মাস্কের বিকল্প কী ব্যবহার করতে হবে, কেমন করে ব্যবহার করতে হবে।

করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে মাস্কের বিকল্প কী, সন্ধান দিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব

করোনা সংক্রমণ রুখতে এন-৯৫ মাস্কের প্রয়োজন। কিন্তু তা এখন বাজারে অপ্রতুল। এই অবস্থায় টুইটারে এক ভিডিও প্রকাশ করে বিপ্লব দেব দেখালেন, গামছাকে কেমন করে ব্যবহার করা যেতে পারে মাস্ক হিসেবে। ত্রিপুরা বাসিন্দাদের উদ্দেশ্য করে তিনি জানান মাস্কের পরিবর্ত হিসেবে গামছাকে ব্যবহার করতে হবে।

মুখ গামছায় ঢেকে তিনি সকলকে বুঝিয়ে দেন, মাস্কের বি্কল্প হিসেবে কেমন জায়গা নিতে পারে গামছা। তিনি বলেন, গামছা সকলের কাছেই থাকে। কলকাতা ও গুয়াহাটি থেকে মাস্ক আসতে সময় লাগতে পারে। তাই আপাতত গামছাকে মুখে জড়িয়ে মাস্কের বিকল্প হিসেবে ব্যবহার করতে বলেন।

ভিডিওতে তিনি বলেন, দেশে লকডাউ চলছে। এখন গামছা মুখে থেকে নামাবেন না। ত্রিপুরার ঘরে ঘরে ব্যবহৃত হওয়া গামছা মুখ থেকে নামাবেন না। এটাকে রেডিমেড মাস্ক হিসেবে ব্যবহার করুন। তাহলেই করোনা ভাইরাস মোকাবিলা করা সহজ হবে।

English summary
Tripura CM Biplab Dev invents alternative of Mask to fight against Coronavirus. He informs towel is the option of Mask
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X