
তৃণমূলের সঙ্গে যোগসূত্র বিজেপি বিধায়কের! হুঁশিয়ারি দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
তৃণমূলের (Trinamool Congress) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) ত্রিপুরা সফর করছেন। তার আগেই অবশ্য তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগসাজসের অভিযোগ উঠেছে বিজেপি (BJP) বিধায়ক (MLA) আশিসকুমার সাহার (Ashis Kumar Saha) বিরুদ্ধে। যা নিয়ে বিধায়ককে হুঁশিয়ারি (Warning) দিয়েছেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব (Biplab Deb)।

মুখ্যমন্ত্রীর নিশানা
মুখ্যমন্ত্রী দলের বিধায়ক আশিসকুমার সাহাকে জমি মাফিয়া বলে আক্রমণ করেছেন। তাঁর বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ করে বলেছেন, কেউ তাঁকে বাঁচাতে পারবে না। আইন আইনের পথে চলবে বলেই জানিয়েছেন তিনি। প্রসঙ্গত, আগরতলায় উজ্জয়ন্ত প্যালেসের সামনে একটি অফিস ঘর নিয়ে যত বিতর্ক। ওই অফিসটি গত ৩০ বছর ধরে বাম-বিরোধী সরকারি কর্মীদের ইউনিয়নে অফিস বলেই পরিচিত সাধারণ মানুষের কাছে। সেই অফিসটি সরকারি জায়গায় রয়েছে বলে অভিযোগ করে, একাংশ ভেঙে দেয় আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন।

পাল্টা জবাব অভিযুক্ত নেতার
যদিও অভিযুক্ত নেতা বলেছেন, ওই জমি সরকারি নয়। তার প্রমাণ তিনি আদালতেই দেবে। পূর্বতন বাম সরকারও চেষ্টা করেও সেই অফিসঘর ভাঙতে পারেনি বলে জানিয়েছেন বিজেপি বিধায়ক আশিস কুমার সাহা। তিনি মুখ্যমন্ত্রীর প্রতি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, অভিযোগ প্রমাণ করুন এবং ব্যবস্থা নিন।

রয়েছে তৃণমূল নেতার সঙ্গে যোগাযোগ
সদ্য বিজেপির হাতে যাওয়া আগরতলা পুর কর্পোরেশনের মেয়র দীপক মজুমদার আশিস কুমার সাহার সঙ্গে তৃণমূলে আহ্বায়ক সুবল ভৌমিকের যোগসাজসের অভিযোগ করেছেন। তাঁর অভিযোগ, এঁরা দুজনে শহরের প্রায় ৭ হাজার বর্গফুট জমি দখল করে ব্যক্তিগত কাজে ব্যবহার করছেন। যদিও কর্মী সংগঠন এমপ্লয়িজ ফেডারেশনের সাধারণ সম্পাদক সমর রায় জানিয়েছেন গত শতাব্দীর নয়ের দশকের শুরু থেকে অফিসটি প্রথমে কংগ্রেস এবং পরে তৃণমূলের হিসেবে ব্যবহার করা হলেও বর্তমানে তাঁরা ব্যবহার করেন। তাঁরা ২০১৮-র বিধানসভা নির্বাচনে বিজেপির পক্ষে প্রচার করেছিলেন বলেও দাবি করেছেন সংবাদ মাধ্যমের সামনে।

বেসুরো হয়েছিলেন আগেই
বরদৌলি টাউনের বিজেপির বিধায়ক আশিসকুমার সাহা অনেকদিন থেকেই বেসুরো। গত অগাস্টে তিনি কলকাতায় এসে তৃণমূল নেতৃত্বের সঙ্গে বৈঠক করেছিলেন। সেই সময় তাঁর সঙ্গে ছিলেন সুরমার বিধায়ক আশিস দাস। পরে আশিস দাস কলকাতায় মাথা মুড়িয়ে ফিরে যান আগরতলায়।

সুদীপ রায়বর্মনের অনুগত
আশিসকুমার সাহা ত্রিপুরার রাজনীতিতে সুদীপ রায় বর্মনের অনুগত বলেই পরিচিত। ২০১৬-তে পশ্চিমবঙ্গে বাম-কংগ্রেস জোটের বিরোধিতা করে তৃণমূলে যোগ দিয়েছিলেন সুদীপ রায়বর্মন। সঙ্গ দিয়েছিলেন বর্তমানের বরদৌলি টাউনের বিজেপি বিধায়ক আশিসকুমার সাহা। যদিও ২০১৭ সালে তাঁরা দুজন-সহ অন্যরা বিজেপিতে যোগ দেন। পরে ২০১৮-র বিধানসভা নির্বাচনে সুদীপ রায়বর্মনের পাশাপাশি আশিসকুমার সাহাও বিধায়ক হন। তবে বর্তমানে উভয়েই রাজ্য রাজনীতিতে বিপ্লব দেবের বিরোধী গোষ্ঠী হিসেবেই পরিচিত। সুদীপ গোষ্ঠীর সঙ্গে সাতজনের মতো বিধায়ক থাকলেও এখনও পর্যন্ত তাঁদের মধ্যে থেকে আশিস দাস তৃণমূলে যোগ দিয়েছেন।

এখনই বাকি বিধায়কদের যোগদান নয়
নতুন বছরের শুরুতেই ত্রিপুরা সফরে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মূলত দলের সাংগঠনিক পরিস্থিতি খতিয়ে দেখার জন্যই তাঁর সেখানে যাওয়া। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছেন মাত্র তিনমাসেই তৃণমূল সেখানে ২৪ শতাংশ ভোট পেয়েছে। তবে বিজেপি বিধায়কদের দলে যোগদান নিয়ে কোনও কথা বলেননি। সূত্রের খবর, ২০২৩-এ ত্রিপুরায় ভোটের আগে সময় বুঝে বিধায়কদের তৃণমূলে নেওয়া হতে পারে। সেক্ষেত্রে বিজেপিকে ধাক্কা দিতে চায় তৃণমূল।