For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাজ্যের সঙ্গে তুলনায় ত্রিপুরার মুখ্যমন্ত্রী! ৭০ জনের প্রাণ নিয়ে নির্বাচনে জয়, আক্রমণ বিপ্লব দেবের

নিজের রাজ্য পশ্চিমবঙ্গের একটা জেলার মতো, মেনে নিয়েও পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা টানলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

  • |
Google Oneindia Bengali News

নিজের রাজ্য পশ্চিমবঙ্গের একটা জেলার মতো, মেনে নিয়েও পশ্চিমবঙ্গের সঙ্গে তুলনা টানলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তাঁর কার্যত দাবি, ত্রিপুরায় ১০ মাসে বিজেপি সরকার যে কাজ করেছে, ৭ বছরে পশ্চিমবঙ্গ তার ধারে কাছেই পৌঁছতে পারেনি। ত্রিপুরার মুখ্যমন্ত্রীর অভিযোগ পশ্চিমবঙ্গে চাকরির জন্য যেতে হয় নেতা কিংবা আধিকারিকদের কাছে।

ত্রিপুরায় সব কিছুই প্রায় অনলাইনে

ত্রিপুরায় সব কিছুই প্রায় অনলাইনে

১০ মাসে ত্রিপুরায় তাঁর সরকার, দুর্নীতি মুক্ত করতে চেষ্টা করেছে রাজ্যকে। প্রায় সবকিছুই হচ্ছে অনলাইনে। ত্রিপুরায় অনলাইনে যেসব কাজ হয়, তা একনিঃশ্বাসে আরামবাগ স্টেশন সংলগ্ন মাঠে বলে যান বিপ্লব দেব।

৭০ জনের প্রাণ নিয়ে নির্বাচনে জয়

৭০ জনের প্রাণ নিয়ে নির্বাচনে জয়

বিপ্লব দেব তৃণমূলকে আক্রমণ করে বলেন, ৭০ জনের প্রাণ নিয়ে পঞ্চায়েত নির্বাচনে জিতেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু গত ১০ মাসে ত্রিপুরায় একটিও রাজনৈতিক খুন হয়নি।

রাজ্যে গুণ্ডারাজ, সিন্ডিকেট রাজ

রাজ্যে গুণ্ডারাজ, সিন্ডিকেট রাজ

পশ্চিমবঙ্গে গুণ্ডারাজ, সিন্ডিকেট রাজ চলছে বলে অভিযোগ করেছেন বিপ্লব দেব।

মজবুত সরকার, নাকি মজবুর সরকার

মজবুত সরকার, নাকি মজবুর সরকার

আরামবাগের সভা থেকে বিপ্লব দেব বলেন আগেকার যেসব জোট সরকার এসেছে, আড়াই বছরের বেশি সেই সরকার টেকেনি। তাই সাধারণ মানুষের কাছে বিপ্লব দেবের প্রশ্ন, মজবুত সরকার চান, নাকি মজবুর সরকার।

English summary
Tripura CM Biplab Deb targets West Bengal Govt from his Arambag meeting. He criticised works of West bengal Govt.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X