রাজ্য করোনা সংক্রমণ ঠেকাতে উপায় বাতলে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
রাজ্যে করোনার সংক্রমণ ঠেকাতে উপায় বাতলে দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সীমান্তে বসবাসকারী মানুষজনের কাছে নজরদারির আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেছেন, স্থানীয়রা যদি জনতা পেট্রোলিং শুরু করেন, তাহলে বাংলাদেশ থেকে কোনও মানুষ ত্রিপুরায় ঢুকতে পারবেন না।

বাংলাদেশে মানা হচ্ছে না সোশ্যাল ডিস্ট্যান্সিং
ত্রিপুরার মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি মিডিয়ার থেকে জানতে পেরেছেন, বাংলাদেশে সোশ্যাল ডিস্ট্যান্সিং মানা হচ্ছে না। আর অনেকেরই আত্মীয় বাংলাদেশে রয়েছেন, তারা ত্রিপুরায় চিকিৎসার সুযোগ পেতে চাইছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি মানবিকতার বিরুদ্ধে নন। কিন্তু এটাকে যেন দুর্বলতা হিসেবে গ্রহণ করা না হয়।

সীমান্তে নজরদারির আহ্বান
বর্ণ, ধর্ম, রাজনৈতিক পরিচয় বাদ রেখেই তাঁর আবেদন, সীমান্ত এলাকায় যাঁরা বাস করেন, তাঁরা নজর রাখুন যাতে কোনও বাংলাদেশী ত্রিপুরার ঢুকতে না পরেন।
মুখ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ বন্ধু রাষ্ট্র। কিন্তু সীমান্ত দিয়ে করোনা ভাইরাসের প্রবেশ ঠেকাতে হবে।

সীমান্তে নজরদারি বিএসএফ ও রাজ্য পুলিশের
মুখ্যমন্ত্রীর অফিস থেকে প্রকাশিত প্রেস বিবৃতিতে বলা হয়েছে, বিএসএফ এবং রাজ্য পুলিশ সীমান্তে নজরদারি জোরদার করেছে। বিশেষ করে গণ্ডাছাড়া, বোয়ালখালি, সোনামুড়ার মতো এলাকায়। ত্রিপুরা ও বাংলাদেশের মধ্যে ৮৫৬ কিমি সীমান্ত রয়েছে। যার মধ্যে এখনও ৬৭ কিমি এলাকায় কোনও বেড়া নেই।