For Quick Alerts
For Daily Alerts
রাজ্যে গণহত্যা! মামলা নতুন করে খতিয়ে দেখার আশ্বাস মুখ্যমন্ত্রীর
গণহত্যার মামলাগুলি নতুন করে চালু করে চালু করার ব্যাপারে বিধানসভায় আশ্বাস দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। এবিষয়ে আইনি দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি। ২০০৩ সালে বিধানসভা ভোটের আগে মান্দাইয়ে ১১ জন অউপজাতিকে খুনে ঘটনা ঘটে। অন্যদিকে বিরোধী বামেদের তরফ থেকে সিপিএম বিধায়কদের ওপর হামলার ঘটনা খতিয়ে দেখার দাবি জানানো হয়।

( প্রতীকী ছবি সৌজন্য: 2,3,4 পিটিআই)