বেকারত্ব ঘোচাতে উপায়! কবে থেকে আয়ের চিন্তা করা উচিত, বললেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব
বেকারত্ব ঘোচাতে উপায় বের করার চেষ্টা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী ছাত্রদের বলেছেন, যখন তারা অষ্টম কিংবা নবম শ্রেণিতে থাকছে, তখন থেকেই ভবিষ্যতের আয়ের ব্যাপারে চিন্তা করা উচিত। যাতে স্নাতক হওয়ার পর চাকরিহীন অবস্থায় বাড়িতে বসে না থাকতে হয়।

আগরতলার রবীন্দ্র শতবার্ষিকী ভবনে স্কুল ছাত্রদের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। তিনি বলেন, সব শিক্ষার্থীর কাজের মানসিকতা থাকা উচিত যাতে তারা ভবিষ্যতের লক্ষ্য নির্ধারণ করতে পারে।
তিনি আরও বলেন, শিক্ষায় বাণিজ্যিকিকরণের ফলে বেসরকারি স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের সংখ্যা বেড়েছে। অন্যদিকে ছাত্রছাত্রীদের সামনে ভাল ভবিষ্যতের জন্য পেশাদার কোর্সের সংখ্যাও বেড়েছে। তাই ছাত্রছাত্রীরা যখন অষ্টম কিংবা নবম শ্রেণিতে থাকবে, তখন ভবিষ্যতের আয়ের ব্যাপারে চিন্তা করতে হবে। সেটা করলে স্নাতক হওয়ার পর আর বাড়িতে বসে থাকতে হবে না। খুব সহজেই তারা আয়ের রাস্তা বের করতে পারবে বলে মন্তব্য করেছেন তিনি।
একইসঙ্গে তিনি বলেন, সব ছাত্রছাত্রীকেই পরবর্তী ১০ বছরে অর্থনীতি কি হতে পারে সেই সম্পর্কে জানতে হবে। মুখ্যমন্ত্রী অভিভাবক এবং শিক্ষক শিক্ষিকাদের বলেছেন, সন্তান কিংবা ছাত্রছাত্রীদের বড় কিছু চিন্তার ব্যাপারে গাইড করতে।
মুখ্যমন্ত্রী বলেছেন, নিজেকে এগিয়ে নিয়ে যেতে শিক্ষার সঙ্গে অর্থেরও প্রয়োজন হয়। সেই জন্য শিক্ষা হওয়া উচিত কর্মসংস্থান ভিত্তিক। ছাত্রছাত্রীদেরও জানতে হবে মার্কেটিং, হোটেল ম্যানেজমেন্ট, পর্যটন, রবার ইন্ড্রাস্ট্রি, ফুড প্রসেসিং, পরিকাঠামো, আইটি থেকে কীভাবে আয় হতে পারে।