'বুদ্ধিমত্তা' নিয়ে বিতর্কিত মন্তব্যের পর ১৮০ ডিগ্রি ঘুরলেন বিপ্লব! কোন সাফাই ত্রিপুরার মুখমন্ত্রীর
সোমবার যে মন্তব্য তিনি করেছিলেন, তার জন্য মঙ্গলবারই ক্ষমা চাইলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ত্রিপুরার মুখ্যমন্ত্রী নিজের মন্তব্যে বলেন যে, 'পাঞ্জাবি ও জাঠদের বুদ্ধি' তাঁদের শারীরিক শক্তির তুলনায় কম। এরপরই ফের বিতর্কের আগুন মাথাচাড়া দিতে শুরু করে।

বিপ্লবের সাফাই
' আগরতলা প্রেস ক্লাবে আয়োজিত একটি অনুষ্ঠানে আমি কেবল বলতে চেয়েছিলাম যে, কিছু মানুষ এমনটা (পাঞ্জাবীদের নিয়ে) ভাবেন।' এভাবেই সোমবারের বিতর্ক নিয়ে মঙ্গলবার টুইটে বক্তব্য রাখেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, এর আগেও বিপ্লব দেব বহুবার বহু বিতর্কে জড়িয়েছেন। তবে সম্প্রদায় ভিত্তিক এমন মন্তব্য তাঁর থেকে এই প্রথম।

বিপ্লব বার্তা
এখানেই শেষ নয়, বিপ্লব দেব আরও জানিয়েছেন। তাঁর দাবি, তিনি কোনও সম্প্রদায়কে আঘাত করতে চাননি। বিপ্লব দেব টুইটে জানান,' আমি পাঞ্জাবী ও জাঠ সম্প্রদায়ের জন্য় গর্বিত। আমি নিজে বহু পাঞ্জাবীর সঙ্গে বহুদিন ধরে থেকেছি। '

সোমবারের ঘটনা বিপ্লব অধ্যায়
পঞ্জাব ও হরিয়ানার বাসিন্দাদের সঙ্গে বাঙালিদের তুলনা করতে গিয়ে রীতিমতো জাতি বিদ্বেষমূলক মন্তব্য করে বসলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী।রবিবার আগরতলায় ত্রিপুরা ইলেকট্রনিক মিডিয়া সোসাইটির এক সম্মেলনে বিপ্লব বলেন, 'পাঞ্জাবি এবং হরিয়ানভিরা শারীরিকভাবে শক্তিশালী হলেও তাদের 'বুদ্ধি'র অভাব রয়েছে। বাঙালিদের বুদ্ধি এবং মস্তিষ্ক'কে কেউ পরাস্ত করতে পারবে না।'

বিতর্ক ও মন্তব্য
বিপ্লব দেব আরও বলেন, 'পাঞ্জাবি সর্দাররা কোনও কিছুকে ভয় পায় না। তাদের সঙ্গে শারীরিকভাবে শক্তিতে পেরে ওঠা কঠিন। হরিয়ানায় আছে জাটরা। তারাও শারীরিকভাবে সুগঠিত। কিন্তু দুই জাতিই, তাঁর মতে দুর্বল মস্তিষ্কের।'

রাজ্যপাল ও কেন্দ্র বিরোধিতা ছাড়ুন! মুখ্যমন্ত্রী মমতাকে আইনমানার বার্তা দিলেন রাজ্যপাল