For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংঘর্ষের ১১ দিন পরে মাধববাড়ি পরিদর্শনে মুখ্যমন্ত্রী! দিলের সাহায্যের আশ্বাস

পুলিশের গুলি চালনার ১১ দিন পরে মাধববাড়িতে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব।

  • |
Google Oneindia Bengali News

পুলিশের গুলি চালনার ১১ দিন পরে মাধববাড়িতে গেলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব দেব। ৮ জানুয়ারি নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তরপূর্ব জুড়ে ১১ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছিল এনইএসও। মাধববাড়িতে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে গেলে পুলিশ গুলি চালায়। কমপক্ষে তিন জন গুলিতে আহত হন। এদিন ত্রিপুরার মুখ্যমন্ত্রী আহতদের ১ লক্ষ টাকা করে সাহায্য দেওয়ার কথা ঘোষণা করেন।

সংঘর্ষের ১১ দিন পরে মাধববাড়ি পরিদর্শনে মুখ্যমন্ত্রী! দিলের সাহায্যের আশ্বাস

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, আহতদের হাসপাতালে চিকিৎসার যাবতীয় খরচও সরকারই বহন করবে। ঘটনার সঙ্গে যুক্তদের শীঘ্রই চিহ্নিত করে শাস্তির দেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

মাধববাড়ি পরিদর্শন করে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, ইতিমধ্যেই ঘটনায় ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। সেই রিপোর্ট আসার পরেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। মুখ্যমন্ত্রী আশাবাদী গুলি চালানোর ঘটনায় সরকারি ব্যক্তি না, বাইরের কেউ যুক্ত, তা পরিষ্কার জানা যাবে বলে আশাবাদী মুখ্যমন্ত্রী।

৮ জানুয়ারি নাগরিকত্ব বিলের প্রতিবাদে উত্তরপূর্ব জুড়ে ১১ ঘন্টার ধর্মঘটের ডাক দিয়েছিল এনইএসও। এনইএসও-এর সদস্য তুইপ্রা স্টুডেন্টস ফেডারেশন মাধববাড়িতে পথ অবরোধ করেছিল। সেখানে দুপক্ষের সংঘর্ষ হয়। বেশ কয়েকটি স্থানীয় দোকানে আগুন লাগানোর ঘটনা ঘটে। ১৫ জন আহত হয়েছিলেন। যাঁর মধ্যে তিনজনের বুলেটের আঘাত লেগেছিল। পরে একটি ভিডিও ভাইরাল হয়। যেখানে দেখা গিয়েছে, আহতদের নিয়ে যাওয়া একটি অ্যাম্বুল্যান্সে ভাঙচুর চালাচ্ছে পুলিশ।

মুখ্যমন্ত্রী পুলিশের গুলি চালনা কিংবা অ্যাম্বুল্যান্সের ওপর পুলিশের হামলা নিয়ে কিছু বলতে চাননি। তাঁর মতে এই মুহুর্তে তিনি কিছু বললে তা তদন্তকে প্রভাবিত করতে পারে।

ইতিমধ্যেই স্থানীয় প্রশাসনের তরফে সেদিনের হামলায় যেসব দোকানের ক্ষতি হয়েছিল, তাদের মালিকদের হাতে ১০ হাজার টাকা করে সাহায্য তুলে দেওয়া হয়েছে।

মুখ্যমন্ত্রী এদিন বলেন, দোকান মালিকদের হাতে আরও ৫০ হাজার টাকা করে তুলে দেওয়া হবে।

প্রতিবাদের দিন টিটিএএডিসি এলাকার দশরামপাড়ায় মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যে একটি স্ট্যাচুর ক্ষতি হয়েছিল। কালো ত্রিপল দিয়ে ঢেকে তাতে পতাকাও লাগিয়ে দেওয়া হয়েছিল।
মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে কালো ত্রিপল এদিন সরিয়ে দেওয়া হয়। এই ঘটচনায় অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী।

English summary
Tripura CM announces Rs 1 lakh relief to protesters who suffered bullet wounds from police on Citizenship Bill
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X