For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর ‘হিরে’র সরকারকে চরম বার্তা, পাল্টা জবাবে মানিকের দাওয়াই ‘ত্রিপুরা-মডেল’

ত্রিপুরায় ‘মানিকে’র সরকারের অবসান ঘটিয়ে ‘হিরে’র সরকার গড়ার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর সেই সমালোচনারই পাল্টা জবাব দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরায় 'মানিকে'র সরকারের অবসান ঘটিয়ে 'হিরে'র সরকার গড়ার ডাক দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আর সেই 'হিরে' যে বিজেপি, তাও জানিয়ে মোদী বলেছিলেন, এবার এই রাজ্যে পরিবর্তন অবশ্যম্ভাবী। এবার প্রধানমন্ত্রীর সেই সমালোচনারই পাল্টা জবাব দিলেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সরকার।

 মোদীর ‘হিরে’র সরকারকে চরম বার্তা, পাল্টা জবাবে মানিকের দাওয়াই ‘ত্রিপুরা-মডেল’

রবিবার ত্রিপুরার সোনামুড়ায় ভরা সভায় দাঁড়িয়ে মানিক সরকার বলেন, 'ত্রিপুরায় অষ্টম বামফ্রন্ট সরকার গঠন এখন স্রেফ সময়ের অপেক্ষা। অতএব ত্রিপুরার দিকে হাত বাড়িয়ে লাভ নেই। ২০১৯-এ কী করে নিজের গদি বাঁচাবেন নরেন্দ্র মোদী, তা-ই ভাবনু। কেননা আগামী বছর দিল্লিতে বিজেপিকে সরিয়ে ত্রিপুরা-মডেলের সরকার হচ্ছে।'

মানিকের কথায়, 'ত্রিপুরা ছোট রাজ্য হলেও সারা দেশে এই রাজ্যের উন্নয়ন মডেল নজর কেড়েছে। আর তাতেই ভয় পেয়ে গিয়েছে বিজেপি। সেই কারণেই বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়েছে এ রাজ্যে। এই যে কেন্দ্রের শাসক দল এ রাজ্যে ছুটে এসেছে এটা ত্রিপুরার সরকারের সাফল্য। আর এটাই বিজেপির সবথেকে ব্যর্থতা।'

 মোদীর ‘হিরে’র সরকারকে চরম বার্তা, পাল্টা জবাবে মানিকের দাওয়াই ‘ত্রিপুরা-মডেল’

মানিকের অভিযোগ, 'বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতে এসেও দেশকে উন্নয়ন রাস্তা দেখাতে পারেনি বিজেপি। উল্টে দেশকে ধ্বংসের দিকে টেনে নিয়ে যাচ্ছে বিজেপি সরকার। আর আমরা একটা রাজ্য সরকার চালিয়েও কৃষি, শিল্প থেকে শুরু করে কর্মসংস্থান, খাদ্য, শিক্ষা, বাসস্থান, স্বাস্থ্যে ইতিবাচক কাজ করেছি। আমাদের এই কর্মপদ্ধতি সারা দেশে স্বীকৃতি পেয়েছে।'

তিনি বলেন, '২০১৯-এ লোকসভা নির্বাচনের পর কেন্দ্রে যে বিকল্প সরকার আসবে, সেই সরকার আমাদের নীতিকে অনুসরণ করেই চলবে। ত্রিপুরা মডেলই দেশকে পথ দেখাবে। তাই এখানে বিজেপির কোনও সম্ভাবনা নেই। বামফ্রন্টের প্রতিটি সভায় মানুষের ভিড়ই প্রমাণ করছে তাঁদের জনপ্রিয়তা কমেনি।'

English summary
Tripura Chief Minister Manik Sarkar replies to Narendra Modi. He says that now central government will be formed by Tripura Model in 2019
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X