For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফের পৃথক রাজ্যের দাবি! উত্তর-পূর্বে বনধের ডাক বিজেপির জোটসঙ্গীর

ফের পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন ত্রিপুরায়। রাজ্যের শাসক দল বিজেপির জোট সঙ্গী আইপিএফটি মঙ্গলবার এই ঘোষণা করেছে। বুধবার থেকে আন্দোলনে নামছে তারা।

  • |
Google Oneindia Bengali News

ফের পৃথক রাজ্যের দাবিতে আন্দোলন ত্রিপুরায়। রাজ্যের শাসক দল বিজেপির জোট সঙ্গী আইপিএফটি মঙ্গলবার এই ঘোষণা করেছে। বুধবার থেকে আন্দোলনে নামছে তারা।

বুধবার ত্রিপুরার একাংশে বনধের ডাক

বুধবার ত্রিপুরার একাংশে বনধের ডাক

পৃথক রাজ্যের দাবিতে বিক্ষোভ অবরোধের অংশ হিসেবে বুধবার ত্রিপুরায় ১২ ঘন্টার হরতালের ডাক দেওয়া হয়েছে ইন্ডিজেনাস পিপল ফ্রন্ট অফ ত্রিপুরার তরফ থেকে। ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল এলাকায় এই বনধের ডাক দেওয়া হয়েছে। পড়ে থাকা দাবি আদায়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইপিএফটির মুখপত্র মঙ্গল দেববর্মা।

দিল্লিতে বিক্ষোভ ১১ ডিসেম্বর

দিল্লিতে বিক্ষোভ ১১ ডিসেম্বর

আইপিএফটির তরফ থেকে দিল্লিতে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে, ১১ ডিসেম্বর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং-এর কাছে তারা দাবি পত্রও জমা দেবে বলে জানিয়েছে।

ধর্মঘটে রয়েছে আরও দল

ধর্মঘটে রয়েছে আরও দল

আইপিএফটি এবং তার সহযোগী সাতটি সংগঠন বুধবার ধর্মঘটের ডাক দিয়েছে বলে জানা গিয়েছে। এদিকে একই দাবি নিয়ে ইন্ডিজেনাস ন্যাশনালিস্ট পার্টি অফ ত্রিপুরা একই দাবিতে রাস্তা ও রেল অবরোধের ডাক দিয়েছে ১০ ডিসেম্বর।

ত্রিপুরায় এনআরসি চালুর দাবি

ত্রিপুরায় এনআরসি চালুর দাবি

আইপিএফটির তরফ থেকে ত্রিপুরায় এনআরসি চালুর দাবি করা হয়েছে। সিটিজেনশিপ (অ্যামেন্ডমেন্ট) বিল ২০১৬-র প্রত্যাহারের দাবি করা হয়েছে সংগঠনের তরফ থেকে। এছাড়াও টিটিএএডিসি এলাকায় ইনারলাইন পারমিট চালুরও দাবি করা হয়েছে। সংবিধানের অষ্টম শিডিউলে ককবরক ভাষার অন্তর্ভুক্তির দাবিও করা হয়েছে।

ত্রিপুরা মন্ত্রিসভায় ২ সদস্য আইপিএফটির

ত্রিপুরা মন্ত্রিসভায় ২ সদস্য আইপিএফটির

ত্রিপুরা মন্ত্রিসভায় নয় সদস্যের মধ্যে দুজন হলে আইপিএফটির। অর্থমন্ত্রী নরেন্দ্র দেববর্মা এবং আদিবাসী উন্নয়ন এবং বনমন্ত্রী মেভার জামাতিয়া মন্ত্রিসভার সদস্য।

বিরোধিতায় বিভিন্ন রাজনৈতিক দল

বিরোধিতায় বিভিন্ন রাজনৈতিক দল

আইএনপিটি ছাড়াও শাসক বিজেপি, বিরোধী বাম, কংগ্রেস আইপিএফটি-র পৃথক রাজ্যের দাবির বিরোধিতা করেছে।

( প্রতীকী ছবি সৌজন্য: পিটিআই)

English summary
Tripura BJP ally IPFT to press for separate tribal state, NRC; protest in New Delhi on 11 December
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X