For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ত্রিপুরায় ইভিএম বিতর্কের মধ্য দিয়েই রেকর্ড সংখ্যক ভোটগ্রহণ,মূল লড়াইয়ে বাম-বিজেপি

২৫ বছরের বাম জমানার লাল দূর্গ অটুট রাখা এই মুহুর্তে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সিপিএম-এর কাছে মূল চ্যালেঞ্জ। রেকর্ড সংখ্যক ভোট এই চ্যালেঞ্জকে বাড়িয়ে তুলবে, নাকি কমাবে, তা জানা যাবে আগামী ২৭ মার্চ।

  • |
Google Oneindia Bengali News

২৫ বছরের বাম জমানার লাল দূর্গ অটুট রাখা এই মুহুর্তে ত্রিপুরা বিধানসভা নির্বাচনে সিপিএম-এর কাছে মূল চ্যালেঞ্জ। রেকর্ড সংখ্যক ভোট এই চ্যালেঞ্জকে বাড়িয়ে তুলবে, নাকি কমাবে, তা জানা যাবে আগামী ২৭ মার্চ। তবে আজ ত্রিপুরার ৬০ টির মধ্যে ৫৯ টি আসনে নির্বাচন প্রক্রিয়া সংগঠিত হয়। একটি কেন্দ্র চারিলামের সিপিএম প্রার্থীর জীবনাবসানের জন্য , সেখানে ভোটগ্রাহণ হবে আগামী ১২ মার্চ। ভোটের গণনা হবে ২৭ মার্চ। এদিকে, নির্বাচন কমিশন জানিয়েছে মোটের ওপর ভোটগ্রহণ শান্তিপূর্ণ। ইভিএম নিয়ে বেশ কিছু বিতর্ক অভিযোগ থাকলেও, তার বেশিরভাগই ভুয়ো অভিযোগ বলে দাবি নির্বাচন কমিশনের।

ত্রিপুরায় ইভিএম বিতর্কের মধ্য দিয়েই রেকর্ড সংখ্যক ভোটগ্রহণ,মূল লড়াইয়ে বাম-বিজেপি

[আরও পড়ুন: ত্রিপুরায় ভোটগ্রহণের হার বিকেল ৪টে পর্যন্ত ৭৪ শতাংশ ,ইভিএম নিয়ে যা জানাল নির্বাচন কমিশন][আরও পড়ুন: ত্রিপুরায় ভোটগ্রহণের হার বিকেল ৪টে পর্যন্ত ৭৪ শতাংশ ,ইভিএম নিয়ে যা জানাল নির্বাচন কমিশন]

বাম দূর্গে এবার থাবা বসানোর জন্য ত্রিপুরায় মুখিয়ে রয়েছে বিজেপি। সকাল থেকেই ভোট দানের জন্য রেকর্ড সংখ্যক মানুষ যেন ভিড় করেন, এমন আহ্বান জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী মোদী। অন্যদিকে, বাম শিবির ফের একবার ম্যাজিক ফিগার দখল করতে পারবে বলে আশাপ্রকাশ করেন রাজ্যের বিভিন্ন বাম প্রার্থীরা। অন্যদিকে, নিরাপত্তা রক্ষীদের দুর্ব্যবহার ও ইভিএম গোলমাল ঘিরে বেশ বিতর্ক তৈরি হয়েছে ত্রিপুরা বিধানসভা নির্বাচনী প্রক্রিয়ায়। বহু জায়গাতেই ইভিএম গোলমালের খবর উঠে আসতে থাকে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে।

যদিও মুখ্য নির্বাচনী আধিকারিক - শ্রীরান তরণিকান্ত জানিয়েছেন বিনা বাধা বিঘ্নেই চলেছে ভোটগ্রহণ পর্ব। এদিকে, আগরতলার অভয়নগরে সকালে শূন্যে গুলি চালানোর ঘটনায় উত্তেজনা ছড়ায়। এছাড়াও পোলিং অফিসে নিরাপত্তা কর্মীদের অভব্য ব্যবহারের অভিযোগ। কামালপুরে অভিযোগ সিপিআইএম প্রার্থী বিজয় লক্ষ্মী সিনহার। কংগ্রেস নেতা বীরজিৎ সিং এর সঙ্গে পোলিং অফিসারদের দুর্ব্যবহারের অভিযোগ ওঠে।

প্রসঙ্গত,ত্রিপুরার উপজাতি এলাকায় রয়েছে ২০টি আসন। এরমধ্যে ১৯টি আসন ছিল বামেদের দখলে। কিন্তু, এবার হিসেবটা উল্টে যেতে পারে। সমস্তই স্পষ্ট হওয়ার আশায় দিন গুনছেন রাজ্যবাসী। একটা সময় কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সুদীপ রায় বর্মণের হাত ধরে ত্রিপুরায় বামেদের কড়া চ্যালেঞ্জ ছুঁড়তে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আগরতলার বুকে তৃণমূলনেত্রী দিয়েছিলেন পরিবর্তনের ডাক। যদিও, ৬০ আসনের বিধানসভায় টিএমসি কোনওমতে ২৪ জন প্রার্থীকে দাঁড় করাতে সমর্থ হয়েছে। উল্লেখ্য, এবার ত্রিপুরার ভোটে মোট ভোটদাতা ২৫ লক্ষ। পুরুষ ভোটারের সংখ্যা ১৩ লক্ষ। মহিলা ভোটার ১২ লক্ষ। কমকরে ৪৭ হাজার ভোটদাতা প্রথমবার ভোট দেবেন। এর আগে, ২০১৩ সালের ভোটে ত্রিপুরায় পঞ্চাশটি আসনে জয়লাভ করে সিপিএম। কংগ্রেস পায় দশটি আসন।

English summary
Tripura assembly Election 2018 Record Voting Turout,Know Details about the Voting of Tripura Assembly Elction 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X