For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তিন তালাক বিল নিয়ে দিনভর উত্তাল সংসদ, বিরোধিতায় কংগ্রেস, পাল্টা সমালোচনা বিজেপির

দিনভর কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা গোলমাল করে রাজ্যসভায় তিন তালাক বিরোধী বিল পাশ আটকে দিল।

  • |
Google Oneindia Bengali News

যেমনটা ভাবা হয়েছিল ঠিক তেমনই হল। লোকসভায় তর্ক-বিতর্ক হলেও তিন তালাক বিরোধী বিল পাশ করাতে বিশেষ বেগ পেতে হয়নি নরেন্দ্র মোদী সরকারকে। তবে রাজ্যসভায় শক্তি সমান সমান হতেই দম দেখিয়ে দিল কংগ্রেস। দিনভর কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা গোলমাল করে রাজ্যসভায় বিল পাশ আটকে দিল। এদিন মধ্যাহ্নভোজের বিরতির আগে দু'বার রাজ্যসভার কাজকর্ম মুলতুবি হয়ে যায়।

তিন তালাক বিল নিয়ে দিনভর উত্তাল সংসদ, বিরোধিতায় কংগ্রেস, পাল্টা সমালোচনা বিজেপির

রাজ্যসভায় বিল পেশ করেন কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ। সংসদ বিষয়ক মন্ত্রী অনন্ত কুমার কংগ্রেসের কাছে সহযোগিতার আবেদন করেন। তা সত্ত্বেও তিন তালাক বিল নিয়ে রাজ্যসভায় চলে তীব্র বাদানুবাদ।

বিল পেশের সময় আইনমন্ত্রী বলেন, এটা দুর্ভাগ্যের যে বিরোধীরা বিল নিয়ে আলোচনা করতে চাইছেন না। এটা গুরুত্বপূর্ণ বিল। সুপ্রিম কোর্ট এই নিয়ে রায় দিয়েছে। সেই প্রেক্ষিতে কংগ্রেসের তরফে গুলাম নবি আজাদ জানান, কংগ্রেস বিলের বিপক্ষে নয়। তবে আমরা চাই সিলেক্ট কমিটিতে পাঠিয়ে বিলটির পুনর্পরীক্ষা হোক।

কংগ্রেসের সঙ্গে হাত মিলিয়ে তৃণমূল কংগ্রেসও তিন তালাক বিরোধী বিলকে সিলেক্ট কমিটিতে পাঠানোর পক্ষে সওয়াল করেছে। তৃণমূলের পক্ষে বলা হয়েছে, আমরাও বিলের বিরোধিতা করছি না। চাইছি বিলটি যেমন আরও শক্তিশালী হয়। তাই এটিকে সিলেক্ট কমিটিতে পাঠানো প্রয়োজন।

বিরোধীদের বিল আটকানোর চেষ্টার কড়া সমালোচনা করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী অরুণ জেটলি। তিনি বলেন, সারা দেশ দেখছে যে লোকসভায় পাশ করার পরে রাজ্যসভায় বিরোধীরা বিল আটকানোর চেষ্টা করছে। কেন সিলেক্ট কমিটিতে বিল টি পাঠানোর প্রয়োজন নেই তাও ব্যাখ্যা করেন জেটলি। পাশাপাশি বিলটি পাশের আশু প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।

বিরোধীরা একনাগাড়ে বিলটি সিলেক্ট কমিটির কাছে পাঠানোর বিষয়ে অনড় থাকে। শেষপর্যন্ত এদিনের মতো রাজ্যসভা মুলতুবি হয়ে যায়।

English summary
Triple Talaq Bill tabled in Rajya Sabha, opposition wants to send it to select committee, Arun Jaitley slams Congress and others
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X