For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মহিলাদের সুবিচার নয়, মুসলিম পুরুষদের সাজা দিতে আনা হয়েছে তিন তালাক বিল', দাবি কংগ্রেসের

মহিলাদের সুবিচার নয়, মুসলমান পুরুষদের সাজা দেওয়ার চেষ্টা করছে। এমনই দাবি করেছে কংগ্রেস।

  • |
Google Oneindia Bengali News

লোকসভায় তিন তালাক বিল উত্থাপিত হওয়ার পরে আলোচনার বদলে বারবার হট্টগোল শোনা গেল। এদিন বিজেপি বিলটি নিয়ে আলোচনার দাবি জানালে কংগ্রেস সহ বিরোধীরা বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি করেন।

মুসলিম পুরুষদের সাজা দিতে আনা হয়েছে তিন তালাক বিল

কংগ্রেস, এআইএমআইএম, তৃণমূল কংগ্রেস, এনসিপি, সিপিআই এর মতো দল বিলটিকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি জানায়।

সুপ্রিম কোর্ট তিন তালাক প্রথাকে অসাংবিধানিক বলে ঘোষণা করে। তবে কখনও সাজার কথা বলেনি। তবে কেন্দ্র তিন বছরের সাজার সংস্থান করে মুসলমান মহিলাদের সুবিচার নয়, মুসলমান পুরুষদের সাজা দেওয়ার চেষ্টা করছে। এমনই দাবি করেছেন কংগ্রেস সাংসদ সুস্মিতা দেব।

কেন্দ্রীয় আইনমন্ত্রী রবিশঙ্কর প্রসাদ বলেন, ২০টি ইসলামিক দেশে এই নিয়ম চালু হলে কেন ভারতে তা হবে না। ফলে রাজনীতি সরিয়ে রেখে সকলকে বিল পাশে সহায়তা করার দাবি করেন রবিশঙ্কর প্রসাদ।

[আরও পড়ুন: 'তিল তালাক বিল কোনও ধর্মের বিরুদ্ধে নয়', লোকসভায় দাবি রবি শঙ্কর প্রসাদের][আরও পড়ুন: 'তিল তালাক বিল কোনও ধর্মের বিরুদ্ধে নয়', লোকসভায় দাবি রবি শঙ্কর প্রসাদের]

এদিনের আলোচনা সভায় কংগ্রেস পাশে পেয়ে গিয়েছে সিপিআই ও তৃণমূল কংগ্রেসকে। তৃণমূলের তরফে সুদীপ বন্দ্যোপাধ্যায় ও সিপিআই এর তরফে ডি রাজা তিন তালাক বিলকে সিলেক্ট কমিটিতে পাঠানোর দাবি করেছেন। একই দাবি জানান এআইএমআইএম ও এনসিপি সাংসদরাও।

[আরও পড়ুন:Live- তিন তলাক নিয়ে সংসদে জোর বিতর্ক, পক্ষে-বিপক্ষে চলছে সওয়াল ][আরও পড়ুন:Live- তিন তলাক নিয়ে সংসদে জোর বিতর্ক, পক্ষে-বিপক্ষে চলছে সওয়াল ]

প্রসঙ্গত, নতুন আইনে তিন তালাক জামিন অযোগ্য অপরাধ হলেও অভিযুক্তকে জামিনের আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। স্ত্রীকে ক্ষতিপূরণ দিতে রাজি হলে তবেই ম্যাজিস্ট্রেট মনে করলে স্বামী জামিন পাবেন। নতুন আইনে আত্মীয় ছাড়া পাড়া-প্রতিবেশী অভিযোগ দায়ের করতে পারবে না। নির্যাতিত মহিলা আদালতে নিজের সন্তানের অধিকার দাবি করতে পারবেন।

[আরও পড়ুন: তিন তালাক ইস্যুতে লোকসভায় তুমুল হট্টগোল, কংগ্রেসের সুরে সুর মেলাল তৃণমূল-সিপিআই ][আরও পড়ুন: তিন তালাক ইস্যুতে লোকসভায় তুমুল হট্টগোল, কংগ্রেসের সুরে সুর মেলাল তৃণমূল-সিপিআই ]

English summary
Triple Talaq Bill isn't about empowering women but to penalise Muslim men, claims congress
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X