For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভার লক্ষ্যে তামাদি হওয়ার পথে দুই বিল! প্রচারে উঠতে পারে ঝড়

বুধবার যেমন বাজেট অধিবেশনের শেষ দিন, ঠিক তেমনই ষোড়শ অধিবেশনেরও শেষ দিন। লোকসভায় তিন তালাক বিলের পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হলেও তা আটকে রয়েছে রাজ্যসভায়।

  • |
Google Oneindia Bengali News

বুধবার যেমন বাজেট অধিবেশনের শেষ দিন, ঠিক তেমনই ষোড়শ অধিবেশনেরও শেষ দিন। লোকসভায় তিন তালাক বিলের পাশাপাশি নাগরিকত্ব সংশোধনী বিল পাশ হলেও তা আটকে রয়েছে রাজ্যসভায়। বুধবার এই বিল দুটি পাশ না হলে তামাদি হয়ে যাবে এই দুই বিল। নতুন লোকসভা গঠনের পর সেখানে পাশ করাতে হবে। পাশাপাশি রাজ্যসভাতেও পাশ করাতে হবে।

লোকসভার লক্ষ্যে তামাদি হওয়ার পথে দুই বিল! প্রচারে উঠতে পারে ঝড়

ইতিমধ্যেই লোকসভায় পাশ রয়েছে তিন তালাক বিল। পরে পাশ হয় নাগরিকত্ব সংশোধনী বিল। দু বিলকেই রাজ্যসভায় আনা হয়েছিল। কিন্তু তা এখনও পাশ করানো যায়নি। বুধবারই যোড়শ লোকসভার শেষ দিন। ফলে বুধবার দুটি বিল রাজ্যসভায় পাশ না করা গেলে, দুটি বিলই বাতিল হয়ে যাবে। সূত্রের খবর অনুযায়ী, সরকারি তরফে দুটি বিলকেই বুধবার রাজ্যসভায় পাশ করানোর চেষ্টা করা হবে। কিন্তু রাজনৈতিক মহলের অনুমান তা কোনওভাবেই সম্ভব নয়। রাজনৈতিক মহলের একাংশ এর জন্য বিরোধীদের মনোভাবকেই দায়ী করছেন।

নিয়ম অনুযায়ী, কোন বিল লোকসভায় পাশ হওয়ার পর ওই লোকসভার মেয়াদের মধ্যেই রাজ্যসভায় পাশ করাতে হয়। যদি তা না করা যায়, তাহলে বাতিল হয়ে যায়। পরবর্তী সময়ে যে সরকার আসবে, সেই সরকার যদি এই দুই বিল নিয়ে আগ্রহী হয়, তাহলে তা প্রথমে লোকসভায় পাশ করাতে হবে এবং পরে তা রাজ্যসভায় পাশ করাতে হবে। তাহলেই তা আইনে পরিণত হবে।

তিন তালাক বিল এবং নাগরিকত্ব সংশোধনী বিল নিয়ে সারা দেশ জুড়ে শোরগোল পড়ে গিয়েছিল। সম্প্রতি কংগ্রেস সাংসদ সুষ্মিতা দেব বলেছেন, তাঁরা ক্ষমতায় এলে তিন তালাক বিল বাতিল করে দেওয়া হবে।

English summary
Triple talaq bill 2018 and Citizenship amendment bill 2019 will be lapsed after Wednesday
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X