For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সোনিয়া,মোদী,রাজনাথ সিংয়ের বিরুদ্ধে প্রার্থী দিল তৃণমূল

Google Oneindia Bengali News

সোনিয়া,মোদী,রাজনাথ সিংয়ের বিরুদ্ধে প্রার্থী দিল তৃণমূল
কলকাতা, ২০ মার্চ : তার দল যে কংগ্রেস-বিজেপি কোনও দলের সঙ্গেই নেই সেই কড়া বার্তা দিতেই এবার সোনিয়া গান্ধী, রাজনাথ সিং, নরেন্দ্র মোদীর বিরুদ্ধেও প্রার্থী দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার পঞ্চম প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল কংগ্রেস। এই তালিকায়, সবচেয়ে বড় চমক তৃণমূল এই প্রথমবার উত্তরপ্রদেশের গুরুত্বপূর্ণ বেশ কিছু আসনে প্রী৪থী দিয়েছে।

এই তালিকায় দিল্লিতে তিনটি এবং উত্তর প্রদেশের মোট ১৮টি কেন্দ্রের প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে। সেই তালিকায় রয়েছে বারাণসী, লখনউ, কানপুরের মতো বেশ কিছু উল্লেখযোগ্য কেন্দ্র। এখনও সম্পূর্ণ তালিকা প্রকাশ হয়নি বলে জানিয়ে দিয়েছে তৃণণূল কংগ্রেস। যদিও এখনও কত পর্যায় আর কোন কোন কেন্দ্রে তৃণমূল প্রার্থী দেবে সে বিষয়ে তৃণমূল নেতৃত্বের তরফে নির্দিষ্ট করে কিছু জানানো হয়নি।

রায়বারেলিতে উমেশ মিত্র, বারাণসীতে ইন্দিরা তিওয়ারি তৃণমূলের বাজি

তৃণমূলের ওয়েবসাইট অনুযায়ী, সোনিয়া গান্ধীর কেন্দ্র রায়বারেলিতে উমেশ মিশ্র, কানপুরে অনিল অশ্বতী এবং আজমগড়ে মদনমোহন মিশ্র তৃণমূলের টিকিটে লড়বেন।

অন্যদিকে কানপুর বিজেপির হেভিওয়েট নাম রাজনাথ সিংয়ের বিরুদ্ধে তৃণমূল প্রার্থী করছে জগদীশ নারায়ণ শুক্লাকে।

তৃণমূলের সম্পূর্ণ তালিকা পড়তে এখানে ক্লিক করুন

তবে সবচেয়ে আলোচ্য এই মুহূর্তে বারাণসী কেন্দ্রটি। কারণ এই কেন্দ্র থেকেই দাঁড়াচ্ছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। মোদীকে টক্কর দিতে এই কেন্দ্র থেকে দাঁড়াচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল। এবার এই কেন্দ্র থেকে তৃণমূল প্রার্থী করেছে ইন্দিরা তিওয়ারিকে।অখিল ভারতীয় মহাসভার সাধারণ সচিবের পদ থেকে গত মাসেই পদত্যাগ করেন ইন্দিরা। এই বারাণসীতেই দ্বৈরথে মুখোমুখি হতে চলেছেন মোদী-কেজরিওয়াল।

বারণসী, লখনউ যেখানে বিজেপির শক্ত ঘাটি, সেখানে রায়বারেলিতে কংগ্রেসের। এই অবস্থায় তৃণমূল এই এলাকায় প্রার্থী দিয়ে আদতে কোনও লাভ করতে পারবে কি না তা নিয়ে তো তর্কের জায়গা রয়েছেই। তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশের দাবি, এই কেন্দ্রগুলি থেকে জেতার আশা মমতা বন্দ্যোপাধ্যায় নিজেও করেন না। শুধুমাত্র ভোট কাটাকাটির ফাটকা খেলতেই এই প্রার্থী ঘোষণা। একইসঙ্গে কোনওমতেই যে কংগ্রেস-বিজেপির সঙ্গে আপোষ নয় এই কড়া বার্তাটা দিতে চাইছেন নেত্রী।

English summary
Trinamool Congress pits candidate against Sonia, Modi,Rajnath Singh
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X