For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

তৃণমূল কংগ্রেস বামেদের থেকে একটুও আলাদা নয়, বললেন রাহুল গান্ধী

Google Oneindia Bengali News

তৃণমূল কংগ্রেস বামেদের থেকে একটুও আলাদা নয়, বললেন রাহুল গান্ধী
জলপাইগুড়ি, ২৫ মার্চ : বামফ্রন্ট পরবর্তী শাসনকালেও পশ্চিমবঙ্গে আশানুরূপ উন্নয়ন হয়নি। মঙ্গলবার জলপাইগুড়িতে সভা করতে এসে এভাবেই তৃণমূলকে আক্রমণ করলেন কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী। তৃণমূলের সঙ্গে তৃণমূল সুপ্রিমোকে কড়া ভাষায় আক্রমণ করতে ছাড়েননি রাহুল।

জলপাইগুড়ির নাগরাকাটার সমাবেশে বক্তব্য রাখতে উঠে রাহুল অভিযোগ তোলেন, কেন্দ্র যে পরিমাণ অর্থ রাজ্যকে দিয়েছে তা সাধারণ মানুষের কাছে পৌছয়নি। মানুষ ভেবেছিল নয়া সরকার তাদের উন্নয়নের জন্য কাজ করবে। শিক্ষার প্রসার হবে। চাকরির সুযোগ বাড়বে। কিন্তু যে কারণে বামেদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল তৃণমূল। তারাও সেই একই কাজ করল। তৃণমূল বামেদেরই উত্তরসূরি বলে মন্তব্য করেন রাহুল।

কেন্দ্র কোটি কোটি টাকা পাঠালেও তা মানুষের কাছে পৌছয় না, নেতাদের পকেটে যায়: রাহুল

এই অঞ্চলের পরিকাঠামোয় খামতি রয়েছে বলেও মন্তব্য করেন রাহুল। পশ্চিমবঙ্গের রাস্তা নিয়ে প্রশ্ন তোলেন রাহুল। বলেন, তৃণমূল সরকার আপনাদের কী ধরণের রাস্তা উপহার দিয়েছে? এখানে চলার মতো রাস্তা নেই, বিদ্যালয় নেই, হাসপাতাল নেই। সবেশেষে তো এর জন্য সাধারণ মানুষকেই সমস্যায় পড়তে হচ্ছে।

কেন্দ্র কোটি কোটি টাকা রাজ্যের উন্নয়নের ও জনকল্যাণের জন্য রাজ্য সরকারকে দিয়েছে। অথচ সে টাকা আম জনতার কাছে পৌছয়নি। রাজ্যের সাংসদ-বিধায়কদের পকেটে গিয়েছে।

কংগ্রেস দল সবসময় চেষ্টা করে এসেছে মানুষের সেবা করতে। কংগ্রেস চায় মানুষের টাকা মানুষের হাতেই যাক। কিন্তু কেন্দ্রের টাকা কলকাতায় গেলও বাংলার জনগণের হাতে পৌছয় না বলে রাহুলের অভিযোগ।

কংগ্রেসের সহ সভাপতি জনতার উদ্দেশে বলেন, আমরা আশা করি একদিন এমন সময় আসবে যখন আপনাদের টাকা আপনাদের কাছেই পৌছবে। আমরা চেষ্টা করে যাব। যাতে কেন্দ্র পাঠানো টাকার যথোপযুক্ত ব্যবহার হয়। কেন্দ্রের পাঠানো টাকা যাতে কনট্রাক্টর বা নেতাদের পকেটে না যায় তা আমরা দেখব।

এদিনও নারীর ক্ষমতায়ন নিয়ে মন্তব্য করেন রাহুল। তিনি বলেন, কংগ্রেস দল চায় মহিলাদের ক্ষমতায়ন ও চা-বাগান কর্মীদের জনকল্যাণ স্বার্থে কাজ করতে।

English summary
Trinamool Congress no different from the Communists,says Rahul gandhi
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X