For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ইভিএমেই ভোট, নাকি ফিরছে ব্যালট! লোকসভা ভোট নিয়ে ‘ধুন্ধুমার’ নির্বাচন কমিশনে

ইভিএম নয়, ব্যালটেই হোক লোকসভার ভোট। এবার প্রস্তাব দিল তৃণমূল কংগ্রেস। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে সর্বদল বৈঠকে ব্যালটে ভোটের প্রস্তাব পেশ করল তৃণমূল।

Google Oneindia Bengali News

ইভিএম নয়, ব্যালটেই হোক লোকসভার ভোট। এবার প্রস্তাব দিল তৃণমূল কংগ্রেস। সোমবার দিল্লিতে নির্বাচন কমিশনের সদর দফতরে সর্বদল বৈঠকে ব্যালটে ভোটের প্রস্তাব পেশ করল তৃণমূল। তৃণমূলের এই প্রস্তাবকে সমর্থন করল আপ-সহ বেশ কিছু আঞ্চলিক দলও। সেইসঙ্গে তৃণমূলের প্রস্তাব, নির্বাচন প্রক্রিয়াকে দুর্নীতিমুক্ত করতে সরকারি খরচে নির্বাচন হোক।

ইভিএমেই ভোট, নাকি ফিরছে ব্যালট! লোকসভা ভোট নিয়ে ‘ধুন্ধুমার’ নির্বাচন কমিশনে

ইতিমধ্যে ২০১৯১ লোকসভা নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে নির্বাচন কমিশন। মোট ৫৮টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের নিয়ে আলোচনায় এদিন ইভিএম ও ব্যালট পেপার নিয়ে যেমন আলোচনা হয়, তেমনই আলোচনা হয় ভোটের নানা প্রক্রিয়া নিয়ে। মহিলাদের প্রতিনিধিত্ব সুনিশ্চিত করার ব্যাপারেও এদিন আলোচনা হয় নির্বাচন কমিশনের সর্বদল বৈঠকে।

এদিনের বৈঠকে তৃণমূলের তরফে উপস্থিত ছিলেন সাংসদ সুব্রত বক্সি ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এই বৈঠকে তাঁরা প্রস্তাব দেন, নির্বাচনে দলগুলি যে অর্থ ব্যয় করবে, সেই অর্থ দেওয়া হোক সরকারের তরফে। এতে নির্বাচনে রাজনৈতিক দলের খরচ নিয়ে যে প্রশ্ন ওঠে, তা উঠবে না। এদিন প্রচারের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পরও সোশ্যাল মিডিয়ায় প্রচার চালানো নিয়েও আলোচনা হয়।

এদিনের বৈঠকে আলোচনার বিষয়বস্তু হিসেবে যে দিকে সব থেকে নজর ছিল, তা হল ইভিএম বনাম ব্যালট বিতর্ক। উত্তরপ্রদেশে নির্বাচনের পর থেকেই ইভিএম কারচুপির অভিযোগ উঠতে শুরু করে। বিভিন্ন পার্টির তরফে বিভিন্ন সময়ে ইভিএম নিয়ে অভিযোগ তোলা হয়। সেই কারণেই ব্যালটে ভোট করার প্রস্তাব দেওয়া হয়।

ব্যালটে ভোট ফিরিয়ে আনার প্রস্তাব পেশ করে তৃণমূল কংগ্রেস। যদিও নির্বাচন কমিশন ব্যালটে ভোট করার পক্ষপাতী নয়। কারচুপির অভিযোগ এড়াতেই তাই ভিভিপ্যাড ব্যবস্থা সম্পূর্ণ করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন। এদিন মুখ্য নির্বাচন কমিশনার ওমপ্রকাশ রাওয়াত সব বিষয়ে সদর্থক আলোচনা হয়েছে বলে জানান।

English summary
Trinamool Congress gives proposal vote in ballot paper not EVM. TMC MPs proposed in all party meeting of Election Commission,
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X