For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ত্রিপুরায় সুরক্ষার দাবিতে সুপ্রিম কোর্টে আবেদন, পুরনির্বাচনের মধ্যে বৃহস্পতিবার তৃণমূলের আবেদনের শুনানি

ত্রিপুরায় (Tripura) পুরসভা এবং স্থানীয় স্বশাসিত সংস্থার নির্বাচন ২৫ নভেম্বর। এরই মধ্যে ত্রিপুরায় হিংসা (violence) নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করেছিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। যার শুনানি হতে চল

  • |
Google Oneindia Bengali News

ত্রিপুরায় (Tripura) পুরসভা এবং স্থানীয় স্বশাসিত সংস্থার নির্বাচন ২৫ নভেম্বর। এরই মধ্যে ত্রিপুরায় হিংসা (violence) নিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court) আবেদন করেছিল তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। যার শুনানি হতে চলেছে বৃহস্পতিবার। প্রসঙ্গত উল্লেখ্য বিরোধীদের সন্ত্রাসের অভিযোগের মধ্যে বিজেপি ইতিমধ্যে ৩৩৪ টি আসনের মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১১২ টি আসনে জয়লাভ করেছে।

 সিটকে দিয়ে তদন্তের দাবি

সিটকে দিয়ে তদন্তের দাবি

তৃণমূলের অভিযোগ ত্রিপুরায় শাসক বিজেপি মুখ্যমন্ত্রী বিপ্লব দেবের নেতৃত্বে বিরোধীদের ওপরে হামলা চালাচ্ছে। যা নিয়ে অভিযোগ করলেও পুলিশ নীরব রয়েছে বলে অভিযোগ। সর্বোচ্চ আদালতের কাছে তৃণমূলের আবেদন এই হিংসার ঘটনায় অবসরপ্রাপ্ত বিচারপতি অধীনে সিট গঠন করে তদন্ত করা হোক। প্রসঙ্গত উল্লেখ্য পশ্চিমবঙ্গে ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় আদালতের নজরদারিতে তদন্ত চালাচ্ছে সিবিআই। সেইসব হিংসার ঘটনায় প্রায় সব ক্ষেত্রেই অভিযুক্ত তৃণমূল। সিবিআই বিভিন্ন মামলায় বেশ কিছু তৃণমূল কর্মী-সমর্থকদের গ্রেফতার করেছে।

দলীয় কর্মী সমর্থকদের নিরাপত্তার দাবি

দলীয় কর্মী সমর্থকদের নিরাপত্তার দাবি

তৃণমূলের তরফ থেকে পুরনির্বাচনে অংশ নেওয়া কর্মী-সমর্থকদের নিরাপত্তার দাবি করা হয়েছে সর্বোচ্চ আদালতের কাছে। ঘাসফুল শিবিরের অভিযোগ, ইতিমধ্যেই ৩০ টি গাড়িতে হামলা করা হয়েছে। এছাড়াও হামলায় একাধিক দলীয় অফিস ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও, যেসব জায়গায় নির্বাচন হচ্ছে, সেইসব জায়গায় দলের নেতা-কর্মীদের নিরাপত্তা ও সুরক্ষা দেওয়া হয়, তারও দাবি করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, পুলিশের কাছে অভিযোগ জানানো হলেও, সময়মতো ব্যবস্থা নেওয়া হচ্ছে না।

পশ্চিমবঙ্গের বিপরীত পরিস্থিতি ত্রিপুরায়

পশ্চিমবঙ্গের বিপরীত পরিস্থিতি ত্রিপুরায়

ত্রিপুরায় যে পরিস্থিতি, তা পশ্চিমবঙ্গের বিপরীত। এমনটাই বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একটি অংশ। বিধানসভা নির্বাচনের ফল বেরনোর দিন থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীদের ওপরে হামলা এবং হত্যার ঘটনা ঘটেছে বলে আদালতে অভিযোগ করেছিল বিজেপি। অন্যদিকে তৃণমূলের অভিযোগ, ত্রিপুরায় তাদের নেতা-কর্মী-সমর্থকার বিজেপির আক্রমণের শিকার হচ্ছেন। তাদেরকে নির্বাচনে লড়াই করতে বাধা দেওয়ার অভিযোগও করেছে তৃণমূল। এব্যাপারে তৃণমূল ২৮ অক্টোবর আবেদন দাখিল করেছিল। যার শুনানি হতে চলেছে বৃহস্পতিবার।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ শতাংশ আসনে জয়

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ৩৪ শতাংশ আসনে জয়

ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন ঘোষণা করেছিল ২৫ নভেম্বর আগরতলা কর্পোরেশন-সহ ২০ টি স্থানীয় সংস্থায় নির্বাচন হবে। যা নিয়ে মনোনয়নপত্র দাখিলের পরে তা পরীক্ষা করে দেখে রাজ্য নির্বাচন কমিশন। তারই মধ্যে বিভিন্ন বিরোধীদলের প্রার্থীরা মনোনয়ন প্রত্যাহার করেও নেন। যার জেরে বিজেপি ৩৩৪ টি আসনের মধ্যে ১১২ টি আসনে জয়লাভ করেছে। বাকি ২২২ টি আসনে নির্বাচন হতে চলেছে ২৫ নভেম্বর। ভোট গণনা ২৮ নভেম্বর। রাজ্য নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী বিজেপি ত্রিপুরায় প্রায় ৩৪ শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। বিজেপি ইতিমধ্যেই জিতে গিয়েছে ৭ টি স্থানীয় সংস্থার নির্বাচনে। এর মধ্যে রয়েছে জিরানিয়া, রানিরবাজার, মোহনপুর, বিশালগড়, শান্তিরবাজার, উদয়পুর এবং কমলপুর।

রাজ্যে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ, বাড়ল মৃত্যুও! শীর্ষে কলকাতা, একনজরে জেলাগুলির পরিসংখ্যানরাজ্যে ক্রমবর্ধমান করোনা সংক্রমণ, বাড়ল মৃত্যুও! শীর্ষে কলকাতা, একনজরে জেলাগুলির পরিসংখ্যান

English summary
Supreme Court will hear TMC's ples as they moves Supreme Court on the allegation of Violence there.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X