For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আদিবাসীদের জন্য আলাদা ধর্মের দাবি আরও জোরদার! ঝাড়খণ্ড নির্বাচনে নয়া অধ্যায়

দেশ জুড়ে একের পর এক ঘটনার জেরে রীতিমতো তোলপাড় গোটা দেশ। নাগরিকত্ব ইস্যুতে দেশের বিভিন্ন অংশে একাধিক হিংসার ঘটনা দেখা গিয়েছে। এরই মধ্যে চলছে ঝাড়খন্ডে বিধানসভা নির্বাচন।

  • |
Google Oneindia Bengali News

দেশ জুড়ে একের পর এক ঘটনার জেরে রীতিমতো তোলপাড় গোটা দেশ। নাগরিকত্ব ইস্যুতে দেশের বিভিন্ন অংশে একাধিক হিংসার ঘটনা দেখা গিয়েছে। এরই মধ্যে চলছে ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন। আর সেখানেই ময়দান গরম হচ্ছে আদিবাসীদের আলাদা ধর্মের দাবি ঘিরে।

 'সারনা' ঘিরে সরব আদিবাসীরা

'সারনা' ঘিরে সরব আদিবাসীরা

এক সর্বভারতীয় চ্যানেলের খবর অনুযায়ী, ঝাড়খন্ডের বিখ্য়াত আদিবাসী লেখক শারান ওরাওঁ আদিবাসীদের আলাদা ধর্মের দাবি ঘিরে সরব হয়েছেন। তিনি জানিয়েছেন এই ধর্ম হিন্দু ধর্মের থেকে একদমই আলাদা। আর সেই ধর্মকে যেন মান্যতা দেওয়া হয়,তা নিয়ে রীতিমতো সরব হয়েছেন সারান।

বিজেপি-কংগ্রেস দুই তরফেই একই দাবি

বিজেপি-কংগ্রেস দুই তরফেই একই দাবি

বহুদিন ধরেই আলাদা ধর্মের মান্যতার দাবিতে সরব হয়েছেন সারান ওরাওঁয়ের মতো বহু মানুষ। সারানের দাবি, কংগ্রেস ও বিজেপি দুই পার্টির তরফেই তাঁদের নিজেদের ধর্ম নিয়ে আলাদা কোড কে মান্যতা দেওয়ার প্রতিশ্রুতি দিলেও তা কার্যকরী হয়নি। ফলে বর্তমান ঝাড়খন্ড নির্বাচনের দিকে এখন নজর রাখছে আদিবাসীরা।

সারনা ধর্ম ও আদাবাসীদের দাবি

সারনা ধর্ম ও আদাবাসীদের দাবি

বর্তমানে আদিবাসীদের সারন ধর্মকে হিন্দু ধর্মের মধ্যে রেখে ভারতে মান্যতা দেওয়া হয়েছে। এদিকে, আদিবাসীদের দাবি, সূর্য হচ্ছে সারনা ধর্মে পিতা হিসাবে পূজিত হন, আর সারনাকে তাঁর স্ত্রী হিসাবে পূজা করা হয়। মূলত প্রকৃতিকেই 'সারনা' হিসাবে ধরে পুজো পাঠের রীতি প্রচলিত আদিবাসীদের মধ্যে। আর সেই আলাদা ধর্মকে ঘিরেই ঝাড়খন্ডে নিজেদের দাবিতে সরব আদিবাসীরা। আর ঝাড়খন্ড নির্বাচনের প্রেক্ষিতে এই দাবি আরও জোরালো হয়েছে গত কয়েক মাসে।

(প্রতীকী ছবি)

বাংলার ১১ জেলায় শৈতব্যপ্রবাহের সতর্কতা! ঠান্ডায় জমছে রাজ্য বাংলার ১১ জেলায় শৈতব্যপ্রবাহের সতর্কতা! ঠান্ডায় জমছে রাজ্য

'ভারতীয় গণতন্ত্রেকে সম্মান করি', জয়শঙ্করের ওয়াশিংটন সফরের পর জানাল আমেরিকা'ভারতীয় গণতন্ত্রেকে সম্মান করি', জয়শঙ্করের ওয়াশিংটন সফরের পর জানাল আমেরিকা

English summary
Tribal's demand for recognition of separate Religion impacts jharkhand election .
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X