For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জল সংকটের পর এবার পরিবহণ সংকট চেন্নাইয়ে, ধর্মঘটে ২৩০০০ পরিবহণকর্মী

জল নিয়ে তো জেরবার অবস্থা রয়েইছে তার উপর নতুন সংকট দেখা দিয়েছে চেন্নাইয়ে। এবার সংকট পরিবহন নিয়ে।

Google Oneindia Bengali News

জল নিয়ে তো জেরবার অবস্থা রয়েইছে তার উপর নতুন সংকট দেখা দিয়েছে চেন্নাইয়ে। এবার সংকট পরিবহন নিয়ে। বেতন কাটা, অর্ধেক বেতন দেওয়া, বেতন না দেওয়া এরকম একাধিক অভিযোগে ধর্মঘট শুরু করেছেন চেন্নাইয়ের সরকারি পরিবহন দপ্তরের কর্মীরা। প্রায় ২৩০০০ পরিবহনকর্মী সামিল হয়েছেন এই ধর্মঘটে। যার জেরে রাস্তায় নামেনি প্রায় ৩২০০ সরকারি বাস। দুইয়ে মিলে এখন চরম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন শহরের বাসিন্দারা।

জল সংকটের পর এবার পরিবহণ সংকট চেন্নাইয়ে, ধর্মঘটে ২৩০০০ পরিবহণকর্মী

বিক্ষুব্ধ পরিবহন কর্মীদের অভিযোগ তাঁরা জুন মাসের বেতন পাননি। অনেকে আবার অভিযোগ করেছেন তাঁদের বেতন থেকে অর্ধেক টাকা কেটে নেওয়া হয়েছে।

যদিও তামিলনাড়ু সরকারের দাবি, কোনও বেতন কাটা হয়নি পরিবহনকর্মীদের। দুই তৃতীয়াংশ কর্মীর বেতন পুরোপুরি মিটিয়ে দেওয়া হয়েছে। বাকিদেরও বেতন মিটিয়ে দেওয়ার প্রক্রিয়া চলছে। সপ্তাহান্তে ব্যাঙ্ক বন্ধ থাকার কারণেই বেতন দিতে দেরি হয়েেছ বলে তামিলনাড়ু সরকারের তরফে জানানো হয়েছে। সরকারি আধিকারিকদের দাবি বেতন কাটা এবং বেতন না দেওয়ার তেমন কোনও ঘটনাই ঘটেিন। কেবল মাত্র গুজবেই ধর্মঘট শুরু করেছেন পরিবহনকর্মীরা। যার জেরে সপ্তাহের প্রথম দিনেই প্রবল যান সমস্যায় পড়েছেন সাধারণ মানুষ। মেট্রো, লোকাল ট্রেনে ভিড় বেড়েছে অস্বাভাবিক। অত্যধিক চাহিদার কারণে ট্যাক্সিও পাওয়া যাচ্ছে না। চরম ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কিন্তু কোনও মতেই নিজেদের ধর্মঘট প্রত্যাহার করতে নারাজ পরিবহন কর্মীরা।

English summary
Transport Strike In Chennai, a strike by 23,000 transport workers
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X