For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জ্বালানির দামবৃদ্ধির জেরে ভাড়া বাড়ানোর দাবি, সপ্তাহের প্রথম দিনেই রাজধানীতে পরিবহণ ধর্মঘট

জ্বালানির দামবৃদ্ধির জেরে ভাড়া বাড়ানোর দাবি, সপ্তাহের প্রথম দিনেই রাজধানীতে পরিবহণ ধর্মঘট

Google Oneindia Bengali News

সপ্তাহের প্রথম দিন আজ। কর্মব্যস্ত দিনের শুরুতেই ভোগান্তির মুখে পড়তে হবে রাজধানীর বাসিন্দাদের। জ্বালানির দাম বৃদ্ধির প্রতিবাদে আজ রাজধানী দিল্লিতে পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে অটো, ট্যাক্সি এবং মিনিবাস চালকরা। ফলে দিনভর হয়রানির শিকার হতে হবে অফিস যাত্রীদের। স্কুল কলেেজর পড়ুয়াদেরও সমস্যায় পড়তে হবে।

রাজধানীতে পরিবহণ ধর্মঘট

লাগামছাড়া েপট্রোল-ডিজেলের দাম। ১০০ টাকা প্রতি িলটার ছাড়িয়ে গিয়েছে। গাড়ি চালানোই দায়। এই পরিস্থিতিতে ভাড়া বাড়ানো ছাড়া উপায় নেই। কিন্তু কোনও ভাবেই ভাড়া বাড়াতে রাজি নয় দিল্লি সরকার। এক দিকে পেট্রোলের দাম বাড়ছে অন্যদিকে ভাড়া বাড়ানো যাচ্ছে না। তার চাপে কঠিন পরিস্থিতিতে রয়েছেন অটোচালক, মিনিবাস চালক থেকে শুরু করে ট্যাক্সি চালকরা। প্রতিবাদে আজ তাই ধর্মঘটের ডাক দিয়েছেন তাঁরা।

রাজধানীতে পরিবহণ ধর্মঘট

রাজধানী দিল্লিতে তাই সকাল থেকেই ভোগান্তির শিকার মানুষ। চলছে না কোনও অটো, ট্যাক্সি, মিনিবাস। প্রথম দিনেই অফিসে পৌঁছতে হিমসিম খেতে হবে নিত্য যাত্রীদের। সর্বত্র তো মেট্রোতে সফর করা যায় না তাই অটো বা ক্যাবই ভরসা করেন অনেকে। অনেকে আবার তাড়াতাড়ি পৌঁছনোর জন্য ট্যাক্সি করে নেন। কিন্তু সোমবার সকাল থেকে তাঁদের তীব্র সংকটের মধ্য দিয়ে যেতে হবে। কর্মস্থলে পৌঁছনোর জন্য হাতে সময় নিয়ে বেরোতে হবে। সমস্যা হবে স্কুল পড়ুয়াদেরও।

এর আগে ভাড়া বাড়ানোর দাবিতে দিল্লিতে সচিবালয়ের সামনে বিক্ষোভ দেখিয়েছেন ট্যাক্সি এবং অটো চালকরা। কিন্তু আম আদমির কথা ভেবে তাতে রাজি হননি কেজরিওয়াল সরকার। তাতেই প্রবল আপত্তি জানিয়ে শেষে ধর্মঘটের পথে নামতে বাধ্য হয়েছেন তাঁরা। এই নিয়ে সরকারের সঙ্গে অটো চালকদের টানাপোড়েন চলছে। সেকারণেই শেষে ধর্মঘটের পথে নামতে বাধ্য হয়েছেন তাঁরা।

এদিকে গোটা দেশে জ্বালানি তেলের দাম বাড়ার কারণে বাড়ছে খাবার জিনিসের দাম। চালডাল থেকে শুরু করে শাক সবজি এমন কি সবরকমে পণ্যের দাম বাড়তে শুরু করেছে। বাড়ছে পরিবহণ খরচও। ট্রেনের ভাড়া বাড়িয়ে দিয়েছে মোদী সরকার। সব দিক দিয়ে কোপ পড়ছে সাধারণ মানুেষর উপরে। এমনকী রান্নার গ্যাসের দামও বাড়তে শুরু করেছে।

English summary
Delhi Transport Strike
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X