For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সিবিআই থেকে অপসারণের পর মুখ খুললেন অলোক বর্মা, কাকে নিশানা করলেন তিনি

অলোক বর্মা বলেছেন, মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাঁকে ছেঁটে ফেলে বদলি করা হয়েছে।

  • |
Google Oneindia Bengali News

সিবিআই ডিরেক্টর পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে অলোক বর্মাকে। বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে হাই পাওয়ার কমিটি অলোককে সরিয়ে দিয়েছে। এবং অন্তর্বর্তীকালীন ডিরেক্টর হিসাবে ফের দায়িত্ব দেওয়া হয়েছে এম নাগেশ্বর রাওকে। এই ঘটনার পর মুখ খুলেছেন অপসারিত সিবিআই ডিরেক্টর।

সিবিআই থেকে অপসারণের পর মুখ খুললেন অলোক বর্মা

অলোক বর্মা বলেছেন, মিথ্যা অভিযোগের ভিত্তিতে তাঁকে ছেঁটে ফেলে বদলি করা হয়েছে। এই মিথ্যা অভিযোগ করেছেন একজনই ব্যক্তি যিনি তাঁর বিরোধী বলে পরিচিত।

দুর্নীতির অভিযোগে অলোক বর্মাকে হাই পাওয়ার কমিটি ছেঁটে ফেলেছে। তারপরই বর্মা নিজের মতামত জানিয়ে বলেছেন, সিবিআই এর মতো তদন্তকারী সংস্থার স্বাধীনতাকে রক্ষা করা উচিত। বাইরের কোনও প্রভাব ব্যতিরেকে এর কাজ করা উচিত। এই সংস্থার মর্যাদা ক্ষুণ্ণ করার চেষ্টা হয়েছিল। আমি তা বাঁচানোর চেষ্টা করেছি। তাঁকে বদলির নির্দেশকে দুর্ভাগ্যজনক বলে আখ্যা দিয়েছেন অলোক বর্মা।

১৯৭৯ সালের ব্যাচের আইপিএস অফিসার অলোক বর্মাকে দমকলের ডিজি পদে বদলি করে দেওয়া হয়েছে। একইসঙ্গে তাঁর হাতে সিভিল ডিফেন্স ও হোম গার্ডের দফতরও থাকছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে উচ্চ পর্যায়ের কমিটিতে সুপ্রিম কোর্টের বিচারপতি একে সিকরি ও লোকসভায় বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগে-ও ছিলেন। সুপ্রিম কোর্টই অলোক বর্মার ভাগ্য নির্ধারণ করতে নির্দেশ দিয়েছিল এই কমিটিতে।

English summary
Transferred on basis of false, unsubstantiated and frivolous allegations, Alok Verma
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X