For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রেলমন্ত্রক ছাড়ার আগে সুরেশ প্রভু নিয়েছিলেন এই উদ্যোগটি

এবার থেকে সম্ভবত বিখ্যাত সাহিত্যিকদের উপন্যাস কিম্বা গল্প কবিতার নামে নামকরণ করা হবে ট্রেনের

  • |
Google Oneindia Bengali News

আজই রেলমন্ত্রী হিসাবে নিজের ইস্তফার খবর টুইট বার্তায় জানিয়েছেন সুরেশ প্রভু। কিন্তু তাঁর কার্যকালের আরেকটি উদ্যোগের ফসল পেতে চলেছেন দেশবাসী। এবার থেকে সম্ভবত বিখ্যাত সাহিত্যিকদের উপন্যাস কিম্বা গল্প কবিতার নামে নামকরণ করা হবে ট্রেনের। আর রেলমন্ত্রক ছাড়ার আগে এই উদ্যোগে শিলমোহর দিয়ে গিয়েছেন সুরেশ প্রভু।

[আরও পড়ুন:বিদায়বেলায় আবেগপ্রবণ সুরেশ প্রভু, রেল পরিবারকে বার্তা ][আরও পড়ুন:বিদায়বেলায় আবেগপ্রবণ সুরেশ প্রভু, রেল পরিবারকে বার্তা ]

রেলমন্ত্রক ছাড়ার আগে সুরেশ প্রভু নিয়েছিলেন এই উদ্যোগটি

এখন থেকে হাওড়া বা শিয়ালদাগামী কোনও ট্রেনের নাম মহাশ্বেতা দাবীর কোনও উপন্যাসের নামে হতেই পারে। কিংবা পাঞ্জাবগামী কোনও ট্রেনের নাম খুশওয়ান্ত সিং এর কোনও বইয়ের নামে নামাঙ্কিত হতে পারে। সুরেশ প্রভুর পরামর্শ আঞ্চলিক সাহিত্যিকদের লেখার বই থেকেই অনুপ্রাণিত হয়ে নামকরণ করা হবে আঞ্চলিক নানা ট্রেনের। দেশের ট্রেনগুলির দ্বারা ভারতের অগাধ সাহিত্যভাণ্ডারের গৌরবকে তুলে ধরাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।

বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের রেলমন্ত্রক মনে করে, দেশের যুব সমাজকে এদেশের সাহিত্য বিষয়ে আরও বেশি সজাগ করতে এই উদ্যোগ। এর আগেও দিন দয়াল উপাধ্যায়, মদন মোহল মালব্যকে সম্মান জানিয়ে বিজেপি সরকারের আমলে ভারতীয় রেল বেশ কেয়কটি উদ্যোগ নেয়। এছাড়াও মারাঠি লেখক কেশব দামলের কবিতা 'তুতারি' নামে নামাঙ্কিত করা হয়েছে একটি ট্রেন।

English summary
Adding an erudite touch to train journeys, the railways ministry is looking at a proposal to rename trains after famous literary works, referencing not just their authors but the region they come from.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X