For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'নতুন' সিদ্ধান্তের পথে ভারতীয় রেল! এই বিষয়ে মুক্তি পাওয়ার আশা যাত্রীদের

দূরপাল্লার ট্রেনে ফ্লেক্সি-ভাড়া স্কিম তুলে দিতে চলেছে ভারতীয় রেল। রেল মন্ত্রকের এই সিদ্ধান্ত যাত্রীদের ক্ষেত্রে বড় মুক্তি বলে মন্তব্য করছেন কেউ কেউ।

  • |
Google Oneindia Bengali News

দূরপাল্লার ট্রেনে ফ্লেক্সি-ভাড়া স্কিম তুলে দিতে চলেছে ভারতীয় রেল। রেল মন্ত্রকের এই সিদ্ধান্ত যাত্রীদের ক্ষেত্রে বড় মুক্তি বলে মন্তব্য করছেন কেউ কেউ। কেননা ফ্লেক্সি-ভাড়া তুলে দিলে টিকিটের দামের ক্ষেত্রে অনেকটাই সুবিধা পাবেন যাত্রীরা। সূত্রের খবর অনুযায়ী, এই সংক্রান্ত প্রস্তাব পাঠানো হয়েছে রেলমন্ত্রীর কাছে। তিনি খুব তাড়াতাড়ি এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন বলে জানা গিয়েছে। ২০১৬-র সেপ্টেম্বরে ফ্লেক্সি-ভাড়া স্কিম চালু করা হয়েছিল।

নতুন সিদ্ধান্তের পথে ভারতীয় রেল! এই বিষয়ে মুক্তি পাওয়ার আশা যাত্রীদের

সূত্রের খবর অনুযায়ী, রেল বোর্ডের তরফ থেকে এই সংক্রান্ত চূড়ান্ত প্রস্তাব রেলমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। তবে ফ্লেক্সি-ভাড়া স্কিম কি পুরোপুরি তুলে নেওয়া হচ্ছে, এই প্রশ্নের উত্তরে জানা গিয়েছে, স্কিমে বেশ কিছু পরিবর্তন আনার সম্ভাবনা।

সারা দেশে একশোর বেশি দূরপাল্লার ট্রেনে ফ্লেক্সি-ভাড়া স্কিম চালু রয়েছে। সূত্রেরল খবর অনুযায়ী, রেলমন্ত্রীর কাছে যে প্রসাতব পাঠানো হয়েছে, তার মধ্যে রয়েছে, কিন্তু ট্রেন থেকে এই স্কিম তুলে নেওয়ার প্রস্তাব। কিছু ট্রেনের ক্ষেত্রে এই স্কিমে পরিবর্তন আনার কথা বলা হয়েছে। তবে রেলমন্ত্রী চূড়ান্ত সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত কোনও কিছুই চূড়ান্ত নয় বলে জানা গিয়েছে।

সূত্রের খবর অনুযায়ী, রেল বোর্ডের প্রস্তাবে ৪০ টি ট্রেন থেকে এই স্কিম পুরোপুরি তুলে নেওয়ার কথা বলা হয়েছে। অন্যদিকে, ১০২ ট্রেনের ক্ষেত্রে এই স্কিমে পরিবর্তন আনার কথা বলা হয়েছে। যাতে রয়েছে, শেষ মুহুর্তে টিকিট বুক করলে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়ার কথা। এই সুবিধা ট্রেনে ভ্রমণের চারদিন আগে কাটা টিকিটে পাওয়া যাবে। যেসব ট্রেনে যাত্রীরা কম যাতায়াত করেন, সেইসব ট্রেনের ক্ষেত্রে এই সুযোগ দেওয়া হতে পারে। উদাহরণ হিসেবে বলা যায়,
চেন্নাই মাইসুরু শতাব্দী এক্সপ্রেসে ট্রায়াল রানের পরই এবিষয়ে এগনো গিয়েছে।

ভারতীয় রেল ফ্লেক্সি-ভাড়া চালু করার পর থেকেই তা যাত্রীদের সমালোচনার মুখে পড়েছে। কেননা চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে ট্রেনের ভাড়াও বেড়েছে। প্রথমে ফ্লেস্কি ভাড়া চালু করা হয়েছিল, শতাব্দী এক্সপ্রেস, রাজধানী এক্সপ্রেস এবং দুরন্ত এক্সপ্রেসে। প্রতি ১০ শতাংশ বার্থ/আসন বুক হওয়ার পরেই ১০ শতাংশ করে ভাড়া বাড়ছিল এই সব ট্রেনের। এসি ফাস্ট ক্লাস এবং এগজিকিউটিভ ক্লাস ছাড়া এসি থ্রি টিয়ারে ১৪০ শতাংশ এবং অন্য শ্রেণির ক্ষেত্রে ১৫০ শতাংশ পর্যন্ত ভাড়া বাড়ানোর সংস্থান ছিল।

সম্প্রতি সিএজি-র তরফ থেকে ভারতীয় রেলের ফ্লেক্সি-ভাড়ার সিদ্ধান্তের নিন্দা করা হয়। সূত্রের খবর অনুযায়ী, সিএজির তরফে জানানো হয়, যেসব রুটে ফ্লেক্সি-ভাড়া চালু রয়েছে সেইসব রুটে যাত্রীরা বিমানকেই তাদের বাহন হিসেবে বেছে নিয়েছেন। এমন কী বেশ কিছু যাত্রী ফ্লেক্সি-ভাড়া চালু থাকা ট্রেনে না গিয়ে সেই রুটে চালু থাকা মেল/এক্সপ্রেস ট্রেনকেই বেছে নিচ্ছেন। সেই সময় সিএজির তরফ থেকে ফ্লেক্সি-ভাড়া ব্যবস্থাকে যুক্তিপূর্ণ করার কথা বলা হয়েছিল।

English summary
Train ticket prices may go down as Indian Railways likely to dilute flexi-fare scheme
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X