For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মোদীর ‘জনতার কার্ফু’তে বন্ধ রেলের চাকা, শনিবার থেকেই করোনার থাবায় ট্রেন পরিষেবা

মোদীর ডাকা ১৪ ঘণ্টার জনতার কার্ফুর জেরে শনিবার রাত ১২টা থেকেই চলবে না কোনও লোকাল ট্রেন। ভারতীয় রেলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Google Oneindia Bengali News

মোদীর ডাকা ১৪ ঘণ্টার জনতার কার্ফুর জেরে শনিবার রাত ১২টা থেকেই চলবে না কোনও লোকাল ট্রেন। ভারতীয় রেলের পক্ষ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রবিবার রাত ১০টা পর্যন্ত লোকাল ট্রেনের চাকা বন্ধ থাকবে। আর মেল ও এক্সপ্রেসগুলির চাকা স্তব্ধ হবে রবিবার ভোররাত চারটে থেকে।

মোদীর ‘জনতার কার্ফু’তে বন্ধ রেলের চাকা, করোনার থাবায় ট্রেন

ভারতীয় রেলের এই সিদ্ধান্তের জেরে ট্রেন পরিষেবায় কোভিড-১৯ বা করোনা ভাইরাসের প্রভাব পড়তে চলেছে।! প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আবেদনের সাথে সামঞ্জস্য রেখে জনতা কার্ফিউ দিবস পালন করবে রেল। রেলমন্ত্রী পীযূষ গোয়েল জানিয়েছেন, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পরিস্থিতির সঙ্গে সঙ্গতি রেখেই।

ভারতীয় রেল ঘোষণা করেছে, যে কোনও যাত্রীবাহী ট্রেন শনিবার মধ্যরাত থেকে রবিবার রাত ১০টা পর্যন্ত চলবে না। ২২ মার্চ ১,৩০০টি মেল ও এক্সপ্রেস ট্রেন বাতিল করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্র্র মোদী বৃহস্পতিবার রাতে জনতার কার্ফুর কথা ঘোষণা করেন। রবিবার সেইমতো দেশজুড়ো জনতার কার্ফু দিবস পালন হবে।

English summary
Train services of Indian Railways impacted by Corona Virus from Saturday night. PM Narendra Modi appealed to observe the Janta Curfew day On Sunday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X