১১ ডিজিটের মোবাইল নম্বর! প্রকাশিত খবর উড়িয়ে দিল ট্রাই
দেশে ১০ ডিজিটের মোবাইল নম্বরই চালু থাকবে। এদিন এক বিবৃতি জারি করে জানিয়েছেন ট্রাই। প্রসঙ্গত শনিবার বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছিল, ট্রাই ১১ ডিজিটের মোবাইল নম্বরের জন্য সুপারিশ করেছে। এদিনের ট্রাইয়ের বিবৃতিতে শনিবারে প্রকাশিত খবরকে খণ্ডন করা হয়েছে।

শনিবার প্রকাশিত খবর
শনিবার প্রকাশিত হয়েছিল, ফিক্সড ও মোবাইল লাইনে যাতে পর্যাপ্ত ফোন নম্বর থাকে তার জন্যই এই সংখ্যা বাড়ানোর সুপারিশ। ১১ সংখ্যার নম্বর দিলে ১০ বিলিয়ন নম্বর গ্রাহকদের দেওয়া যাবে।
প্রকাশিত খবরে এও বলা হয়েছিল বর্তমান নম্বরের আগে ৯ বসবে। ল্যান্ডলাইন নম্বরের আগে শূন্য বসার খবরও প্রকাশিত হয়েছিল।

প্রকাশিত খবর নিয়ে ট্রাই
এদিন ট্রাইয়ের তরফ থেকে জানানো হয়েছে সারা দেশে ১০ ডিজিটের নম্বরই চালু থাকবে। আপাতত ১১ ডিজিটের নম্বরের কোনও পরিকল্পনা নেই তাঁদের কাছে।
|
তথ্য দেওয়া হয়েছে ট্রাইয়ের ওয়েবসাইটে
এদিন ট্রাইয়ের তরফ থেকে তাদের বিবৃতি তুলে ধরা হয়েছে তাদের ওয়েবসাইটে।

'চৈতে কুয়া ,ভাদ্রে বান', মড়ক থেকে শস্যশ্যামলা বসুন্ধরা নিয়ে 'খনার বচন' কী ইঙ্গিত দেয়