For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মীরের পাথরের ঘায়ে মৃত পর্যটক! ঘটনায় মাথা নত হয়ে যাচ্ছে, বললেন মুখ্যমন্ত্রী

শেষ পর্যন্ত মারা গেলেন কাশ্মীরে আঘাতপ্রাপ্ত তামিলনাড়ুর পর্যটক। এমনটাই জানিয়েছে পুলিশ। পাথর ছোঁড়ার ঘটনাটি ঘটে সোমবার সকালে শ্রীনগরের কাছে নরবালে। রাতে মৃত্যু হয় ওই পর্যটকের।

  • |
Google Oneindia Bengali News

শেষ পর্যন্ত মারা গেলেন কাশ্মীরে আঘাতপ্রাপ্ত তামিলনাড়ুর পর্যটক। এমনটাই জানিয়েছে পুলিশ। পাথর ছোঁড়ার ঘটনাটি ঘটে সোমবার সকালে শ্রীনগরের কাছে নরবালে। সকাল সাড়ে দশটা নাগাদ গুরুতর আহত অবস্থায় আর থিরুমনি নামে ওই পর্যটককে হাসপাতালে ভর্তি করানো হয়। এরপরেই সে কোমায় চলে যায়। রাত সাড়ে আটটা নাগাদ মৃত্যু হয় ওই পর্যটকের।

কাশ্মীরের পাথরের ঘায়ে মৃত পর্যটক! ঘটনায় মাথা নত হয়ে যাচ্ছে, বললেন মুখ্যমন্ত্রী

এই ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি। তিনি নিজে গিয়ে দেখা করেছেন পর্যটকের পরিবারের সঙ্গে। কাশ্মীরে এর আগে কোনও পর্যটকের ওপর হামলা হয়নি। এই ঘটনায় কাশ্মীরে পর্যটনের ওপর প্রভাব পড়তে পারে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল।

চেন্নাই থেকে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন একটি দল। সোমবার সকালে তারা বাসে গুলমার্গের দিকে যান। রাস্তায় পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধের মধ্যে পড়ে যায় পর্যটকদের নিয়ে যাওয়া বাসটি। বাসের মধ্যেই পাথরের আঘাত পান বছর বাইশের যুবক থিরুমনি। বছর উনিশের স্থানীয় এক তরুণীও আহত হন এই ঘটনায়।

পর্যটকের মৃত্যুর খবর পেয়েই হাসপাতালে যান রাজ্যের মুখ্যমন্ত্রী মেববুবা মুফতি। থিরুমনির পরিবারের সঙ্গে কথা বলেন। তাঁদের সান্ত্বনাও দেন মুখ্যমন্ত্রী।

ঘটনাটিকে দুর্ভাগ্যজনক আখ্যা দিয়ে মুখ্যমন্ত্রী বলেছেন, লজ্জায় তাঁর মাথা নত হয়ে যাচ্ছে।

বিরোধী নেতা ওমর আবদুল্লা ঘটনার নিন্দা করে বলেছেন, গাড়িতে পাথর ছুঁড়ে তারা এক পর্যটককে মেরে ফেলেছেন। একজন অতিথি, একজন পর্যটককে পাথর মেরে মৃত্যুর ঘটনায় যারা পাথর ছুঁড়ছে তাদের আর তাদের পদ্ধতিকেই তুলে ধরা হচ্ছে বলে মন্তব্য করেছেন।

গত সপ্তাহে পাথর ছোঁড়ার ঘটনায় এক স্কুল ছাত্র আহত হয়েছিল। সোপিয়ানে একটি স্কুলবাসে এই পাথর ছোঁড়ার ঘটনা ঘটে। বাসে একটি বেসরকারি স্কুলের প্রায় ৫০ জন পড়ুয়া ছিল।

English summary
Tourist from Tamil Nadu, injured in stone-throwing in Srinagar, dies in a hospital
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X