For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সেনাবাহিনীর বড় সাফল্য, সোপরে নিকেশ লস্কর জঙ্গি নেতা আসিফ

কেন্দ্র শাসিত কাশ্মীরে প্রথম বড় সাফল্য সেনাবাহিনীর। নিকেশ লস্কর জঙ্গি নেতা আসিফ। গত কয়েকদিনে উপত্যকায় তিনটি হামলা চালিয়েছিলে এই লস্কর জঙ্গি। তারপর থেকেই তাঁর সন্ধানে হন্যে হয়ে ঘুরছিল সেনাবাহিনী।

Google Oneindia Bengali News

কেন্দ্র শাসিত কাশ্মীরে প্রথম বড় সাফল্য সেনাবাহিনীর। নিকেশ লস্কর জঙ্গি নেতা আসিফ। গত কয়েকদিনে উপত্যকায় তিনটি হামলা চালিয়েছিলে এই লস্কর জঙ্গি। তারপর থেকেই তাঁর সন্ধানে হন্যে হয়ে ঘুরছিল সেনাবাহিনী। তারপরেই বুধবার সোপরে তার সন্ধান পায় বাহিনী। শুরু হয় গুলির লড়াই। একা বেশিক্ষণ বাহিনীর সামনে টিকতে পারেনি লস্কর জঙ্গি নেতা। বাহিনীর গুলিেত মৃত্যু হয় তার।

সেনাবাহিনীর বড় সাফল্য, সোপরে নিকেশ লস্কর জঙ্গি নেতা আসিফ

এই আসিফই গত তিনটি হামলায় মূল হোতা ছিল বলে জানিয়েছে বাহিনী। কয়েদিন আগে সোপরে এক ফল ব্যবসায়ীর বাড়িতে হামলা চালিয়েছিল সে। গুলিতে জখম হয়েছিল তিনজন। তারমধ্যে এক আড়াই বছরের শিশুও ছিল। নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের নির্দেশেই শিশুটিকে চিকিৎসার জন্য এইমসে উড়িয়ে আনা হয়।

এর আগে সোমবার সোপর থেকেই আট জঙ্গিকে গ্রেফতার করেছিল বাহিনী। এজাজ মীর, ওমর মীর, তাওয়াসেফ নজর, ইমতিয়াজ নজর, ওমর আকবর, ফৈজাম আকবর, ফৈজান লাতিফ, দানিশ হাবিব, সওকত আহমেদ মীর।

কাশ্মীরেকে কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করার পর থেকেই জঙ্গিরা নানা ভাবে উপত্যকার বাসিন্দাদের ভয় দেখিয়ে চলেছে। কোনওভাবই দোকান বাজার খুলতে দেওয়া হচ্ছে না সেখানকার বাসিন্দাদের। দোকান খুললেই তাঁদের উপর হামলা চালানো হচ্ছে।

 [আরও পড়ুন: UNHRC:কাশ্মীর ইস্যুতে পাকমন্ত্রীকে তুলোধনায় ভারতের কূটনীতিবিদরাই যথেষ্ট! রাষ্ট্রসংঘের মঞ্চ জমজমাট] [আরও পড়ুন: UNHRC:কাশ্মীর ইস্যুতে পাকমন্ত্রীকে তুলোধনায় ভারতের কূটনীতিবিদরাই যথেষ্ট! রাষ্ট্রসংঘের মঞ্চ জমজমাট]

[আরও পড়ুন: ৯/১১-এর স্মৃতি বুকে নিয়ে সন্ত্রাসবাদ ইস্যুতে ফাঁস আরও আঁটোসাঁটো ট্রাম্প সরকারের! গৃহিত বড় পদক্ষেপ ][আরও পড়ুন: ৯/১১-এর স্মৃতি বুকে নিয়ে সন্ত্রাসবাদ ইস্যুতে ফাঁস আরও আঁটোসাঁটো ট্রাম্প সরকারের! গৃহিত বড় পদক্ষেপ ]

English summary
Top-ranking terrorist of the Lashkar-e-Taiba terrorist Asif has been neutralised
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X