For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাশ্মিরের পুলওয়ামায় খতম হিজবুল কমান্ডার সমীর টাইগার! সেনাকে লক্ষ করে পাথরবৃষ্টি গ্রামবাসীদের

কাশ্মীরের পুলওয়ামা নিরাপত্তা বাহিনীর গুলিতে খতম হিজবুল মুজাহিদীন কমান্ডার সমীর ভাট ওরফে সমীর টাইগার ও আরেক হিজবুল নেতা আকিব খান।

  • By Amartya lahiri
  • |
Google Oneindia Bengali News

উপত্যকায় বড়সড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। দক্ষিণ কাশ্মিরের পুলওয়ামা জেলার দ্রাবগামে তাদের গুলিতে খতম হল হিজবুল মুজাহিদিন কমান্ডার সমীর ভাট ওরফে সমীর টাইগার। ওই ঘটনায় নিহত হয়েছে আরেক হিজবুল নেতা আকিব খানও।

খতম হিজবুল কমান্ডার সমীর টাইগার

নিরাপত্তাবাহিনী জানিয়েছে, একটি সূত্র মারফত তারা দ্রাবগামে হিজবুল জঙ্গিদের আত্মগোপন করে থাকার খবর পেয়েছিল। সেই মতো সোমবার সকালেই রাষ্ট্রীয় রাইফেলস (আরআর), সিআরপিএফ এবং রাজ্য পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ (এসওজি)-এর যৌথবাহিনী ওই গ্রামে চিরুনি তল্লাশি শুরু করে। সে সময়ই হঠাৎ একটি বাড়ি থেকে বাহিনীকে লক্ষ করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। সেনার পক্ষ থেকে পাল্টা জবাব দেওয়া হলে শুরু হয় গুলির লড়াই। তবে কিছুক্ষণের মধ্যেই অবস্থা আয়ত্ত্বে আনে বাহিনী। মৃত্যু হয় ওই দুই জঙ্গি নেতার। আহত হন দুই ভারতীয় সেনা, যার মধ্যে একজন মেজর র‌্যাঙ্কের অফিসার। পুলিশ জানিয়েছে তাদের দুজনকেই শ্রীনগরের সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ও জঙ্গিদের গুলির মাঝে পড়ে প্রাণ গিয়েছে শাহিদ আহমেদ নামে একজন অসামরিক ব্যক্তিরও।

বারবারই জম্মু কাশ্মীরে পুলিশ ও সেনাকে লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনায় নাম জড়িয়েছে সমীর ভাটের। ২০১৬-র মার্চে তাঁকে একবার গ্রেফতারও করা হয়েছিল। কিন্তু দিনকয়েকের মধ্যে মুক্তিও দেওয়া হয়। এর দুমাস পরেই সে হিজবুল মুজাহিদীন-এ যোগ দেওয়ার কথা জানায়। নিরাপত্তা বাহিনী জানিয়েছে তারপর থেকেই তার নাম ছিল এ প্লাস প্লাস স্তরের জঙ্গির তালিকায়।

এদিকে ওই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। একটি সূত্র জানাচ্ছে, জঙ্গিদের দেহ উদ্ধার করতে গেলে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য় করে পাথর ছুড়তে শুরু করে গ্রামবাসীরা। যৌথবাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে জখম হন অন্তত ১৫ জন। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। ৫ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের শ্রীনগরের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। পুলওয়ামায় গুলির লড়াই থামলেও রাস্তায় সেনার টহলদারি চলছে। গোটা জেলায় বন্ধ রাখা হয়েছে মোবাইল পরিষেবা।

English summary
Hizbul Mujahideen commander Samir Bhat alias Sameer Tiger and another Hizbul leader Akib Khan shot dead by the security forces in Kashmir's Pulwama.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X