For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সংখ্যালঘু এবং সংখ্যাগুরু, সবার কাছেই অযোধ্যা সমাধানে একমাত্র উপায় কী, জানাল কংগ্রেস

অযোধ্যা নিয়ে সর্বোচ্চ আদালতের রায়ই এই ধরনের স্পর্শকাতর বিষয় সমাধান করতে পারে। টানা ৪০ দিন শুনানি শেষের পর এমনটাই মন্তব্য করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিংভি।

  • |
Google Oneindia Bengali News

অযোধ্যা নিয়ে সর্বোচ্চ আদালতের রায়ই এই ধরনের স্পর্শকাতর বিষয় সমাধান করতে পারে। টানা ৪০ দিন শুনানি শেষের পর এমনটাই মন্তব্য করেছেন বর্ষীয়ান কংগ্রেস নেতা তথা আইনজীবী অভিষেক মনু সিংভি। তাঁর মতে অযোধ্যা সমস্যা দেশের অন্যতম উদ্বেগজনক সমস্যা। তবে সুপ্রিম কোর্টে রায়ে সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু, সবারই সমস্যার সমাধান হবে।

সংখ্যালঘু এবং সংখ্যাগুরু, সবার কাছেই অযোধ্যা সমাধানে একমাত্র উপায় কী, জানাল কংগ্রেস

সমস্যার সমাধানে সরকারের উদ্যোগ থাকতে পারে, এটা কারও কাছে বলতে গেলে বিরোধীদের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে। তাই আদালতের রায়ই সমস্যার সমাধানে অন্যতম উপায়। মন্তব্য করেছেন অভিষেক মনু সিংভি।

টানা ৪০ দিন শুনানির পর সুপ্রিম কোর্ট রাম জন্মভূমি বাবরি মসজিদ বিতর্কে রায় সংরক্ষিত করার পরেই এই মন্তব্য করেছেন অভিষেক মনু সিংভি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ-এর নেতৃত্বে ৫ সদস্যের ডিভিশন বেঞ্চে এই শুনানি চলে।

সর্বোচ্চ আদালত এই মামলার সঙ্গে সংযুক্ত সবকটি পক্ষকে তিনদিনের মধ্যে লিখিত আকারে জমা দিতে বলেছেন। হিন্দু মহাসভার আইনজীবী বরুণ সিনহা বলেছেন, সুপ্রিম কোর্ট রায় সংরক্ষিত করেছে। একইসঙ্গে এটাওো পরিষ্কার করে দিয়েছে, ২৩ দিনের মধ্যে এর সিদ্ধান্ত জানানো হবে।

শুনানি শেষ হওয়ার আগে সুন্নি ওয়াকফ বোর্ডের আইনজীবী রাজীব ধওয়ান বিতর্কিত এলাকায় মসজিদ ফেরানোর দাবি করেন। তাঁর দাবি সেখানে কোনও কাঠামো তৈরির অধিকার একমাত্র তাদেরই রয়েছে। জায়গাটি ওয়াকফ সম্মতি।

এদিকে, বুধবারেই সুন্নি ওয়াকফ বোর্ডের প্রস্তাবে সকলেই অবাক হয়ে যান। সুপ্রিম কোর্ট নিযুক্ত মধ্যস্থতা প্যানেলের কাছে, রাম জন্মভূমি বাবরি মসজিদ সংক্রান্ত বিতর্কিত মামলা থেকে তাদের নাম তুলে নিয়ে চায়। সুন্নি ওয়াকফ বোর্ডের চেয়ারম্যান তাঁর প্রস্তাব পাঠিয়েছিলেন সুপ্রিম কোর্ট নিযুক্ত তিন সদস্যের মধ্যস্থতাকারী প্যানেলের সদস্য শ্রীরাম পঞ্চুর কাছে।

হতে পারে জঙ্গি হামলা! প্রতিরক্ষা কেন্দ্রগুলিতে জারি অরেঞ্জ অ্যালার্টহতে পারে জঙ্গি হামলা! প্রতিরক্ষা কেন্দ্রগুলিতে জারি অরেঞ্জ অ্যালার্ট

English summary
Top court's verdict is the best solution for Ayodhya Case in which both minority and majority is involved, said Congress leader Abhishek Manu Singhvi.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X