For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

জাহাঙ্গিরপুরী নিয়ে এবার শাহের দরবারে বিজেপির শীর্ষ নেতারা

জাহাঙ্গিরপুরী নিয়ে এবার শাহের দরবারে বিজেপির শীর্ষ নেতারা

Google Oneindia Bengali News

জাহাঙ্গিরপুরীর উচ্ছেদ অভিযান নিয়ে আজ অমিত শাহের সঙ্গে দেখা করবেন বিজেপির শীর্ষ নেতারা। এদিকে আবার আজই সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি রয়েছে। গতকাল উত্তর-পশ্চিম দিল্লি পুরসভা জাহাঙ্গিরপুরীতে উচ্ছেদ অভিযান শুরু করলে শীর্ষ আদালত তাতে স্থগিতাদেশ জারি করে। তার জেরে থমকে যায় কাজ। এই উচ্ছেদ অভিযানকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে অভিযোগ করেছেন বিরোধী দলের নেতারা।

অমিত শাহের দরবারে বিজেপি নেতারা

অমিত শাহের দরবারে বিজেপি নেতারা

ক্রমশ জটিল হচ্ছে জাহাঙ্গিরপুরীর পরিস্থিতি। হনুমান জয়ন্তীর অশান্তির পর গতকাল বেআইনি উচ্ছেদ ঘিরে তুমুল জটিলতা তৈরি হয়েছে। উত্তর-পশ্চিম দিল্লি পুরসভা জাহাঙ্গিরপুরীতে বেআইনি উচ্ছেদ অভিযান চালাতে গেলে শীর্ষ আদালত কয়েক ঘণ্টার মধ্যে জরুরি ভিত্তিতে মামলার শুনানি করে তাতে স্থগিতাদেশ জারি করে। তারপরেই বিজেপির শীর্ষ নেতারা অমিত শাহের সঙ্গে দেখা করেন। প্রায় ১ ঘণ্টা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শীর্ষ বিজেপি নেতাদের সঙ্গে এই নিয়ে বৈঠক করেছেন।

কী নিয়ে আলোচনা বৈঠকে

কী নিয়ে আলোচনা বৈঠকে

বিজেপি নেতাদের মধ্যে ছিলেন দিল্লির বিজেপি প্রধান আদেশ গুপ্তা, সাংসদ রমেশ বিধুরী, বিধায়ক রামবীর বিধুরী, এবং বিজেপি নেতা মনিন্দর সিং শিরা। তাঁরা ১ ঘণ্টা ধরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। কিন্তু কেউই বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা নিয়ে মুখ খুলতে চাননি। তাঁরা বারবারই দাবি করেছেন এটা একটা সাধারণ বৈঠক ছিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রায়ই তাঁরা নানা বিষয় নিয়ে আলোচনা করতে বৈঠক করে থাকেনষ আলাদা করে জাহাঙ্গিরপুরী নিয়ে যে আলোচনা হয়েছে তা নিয়ে মুখ খুলতে চাননি তাঁরা।

আজই শুনানি

আজই শুনানি

জাহাঙ্গিরপুরীর ঘটনার আজই শুনানি রয়েছে সুপ্রিম কোর্ট। গতকাল উত্তর-পশ্চিম দিল্লি পুরসভার উচ্ছেদ অভিযানে স্থগিতাদেশ দিয়েছিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি এনভি রমান্না জানিয়েছিলেন, পরবর্তী শুনানি না হওয়া পর্যন্ত স্থগিত থাকবে জাহাঙ্গিরপুরীর উচ্ছেদ অভিযান। কপিল সিবল থেকে শুরু করে একাধিক আইনজীবী জাহাঙ্গিরপুরীর উচ্ছেদ অভিযানের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিলেন। তার পরেই শীর্ষ আদালত তাতে স্থগিতাদেশ জারি করে।

জাহাঙ্গিরপুরীতে উচ্ছেদ অভিযান

জাহাঙ্গিরপুরীতে উচ্ছেদ অভিযান

হনুমান জয়ন্তীর িদন থেকেই উত্তপ্ত হয়ে রয়েছে দিল্লির জাহাঙ্গিরপুরী। হনুমান জয়ন্তীর সংঘর্ষের পরে জাহাঙ্গিরপুরীতে ধরপাকড় চালিয়েছে পুলিশ। মোট ২৩ জনকে গ্রেফতার করা হয়েছে। তারপরেই জাহাঙ্গিরপুরীরে সরকারি জমিতে বেআইনি বসবাস নিয়ে তৎপর হয় উত্তর-পশ্চিম দিল্লি পুরসভা। গতকালে সাত সকােল ৪০০ বু্ল্ডোজার নিয়ে জাহাঙ্গিরপুরীতে হাজির হয়েছিলেন পুরসভা কর্মীরা। পুিলশি নিরাপত্তায় উচ্ছেদ অভিযান শুরু করেন তাঁরা।

English summary
Jahangirpuri latest update news
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X