For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Tokyo Olympics: এক নজরে দেখে নেওয়া যাক শনিবার ভারতীয় সময়ে কখন কি খেলা

আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল অলিম্পিকের। করোনা আবহেই টোকিওতে উদ্বোধন হল অলিম্পিকের। আজ শুক্রবার মার্চ পাস্টে অংশ নেয় ভারত। ২১তম দেশ হিসেবে অংশ নিয়েছিল। ভারতের পতাকা বহনের দায়িত্ব ছিল মনপ্রীত সিং ও মেরি কমের।

  • |
Google Oneindia Bengali News

আনুষ্ঠানিক উদ্বোধন হয়ে গেল অলিম্পিকের। করোনা আবহেই টোকিওতে উদ্বোধন হল অলিম্পিকের। আজ শুক্রবার মার্চ পাস্টে অংশ নেয় ভারত। ২১তম দেশ হিসেবে অংশ নিয়েছিল। ভারতের পতাকা বহনের দায়িত্ব ছিল মনপ্রীত সিং ও মেরি কমের।

শনিবার ভারতীয় সময়ে কখন কি খেলা

কিংবদন্তি বক্সার মেরি কম ও ভারতীয় হকি দলের অধিনায়ক মনপ্রীত সিং মার্চ পাস্টে সকলের সামনে থেকে দেশের পতাকা নিয়ে হাঁটলেন। তাঁদের পিছনে ছিলেন বাকিরা। তবে বেশিরভাগ ভারতীয়ই আগামিকাল শনিবার ইভেন্ট থাকায় এদিন মার্চ পাস্টে অংশ নেননি।

যাঁরা ছিলেন সকলেই ভারতীয় পতাকা হাতেই মার্চ পাস্টে অংশ নিলেন। তবে এদিন মার্চ পাস্টের সময় টিভিতে নজর ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।

এক নজরে দেখে নেওয়া যাক কখন কি খেলা

আর্চারি খেলাটি হবে দীপিকা কুমারি এবং প্রবীণ যাদবের বিরুদ্ধে চিয়া-ইন লিন এবং চি চু তাং খেলবে। সকাল ছটা থেকে এই খেলা শুরু হবে। এলমেনিশন রাউন্ড। এরপর ব্রোঞ্জ মেডেল মেঞ্চ দুপুর ১২ টা ৫৫ থেকে। গোল্ড মেডেল ম্যাচ দুপুর ১ টা ১৫ থেকে।

বেডমিনটন- সাত্যকিসাইরাজ রানকেরেড্ডি, সেট্টি চিরাগের বিরুদ্ধে পথে নামবে ইয়াং লি/চি লিন ওয়াং। সকাল ৮টা ৫০ থেকে পুরুষদের ডবল এই ম্যাচ শুরু হবে। সকাল সাড়ে ৯টা থেকে হবে বক্সিং। বিকাশ কৃষাণের ভারতের হয়ে খেলবেন।

হকিতে ভার‍তের বিরুদ্ধে নামছে নিউ জিল্যান্ড। সেটি হবে হবে সকাল সাড়ে ৬ টা থেকে। পুরুষ এবং মহিলা দুটি বিভাগে খেলা হবে। সন্ধ্যা পাঁচ টা ১৫ তে জুডো। ভারতের হয়ে নামবেন সুশীলা দেবী। সকাল সোয়া ৭টা থেকে Lightweight Double Sculls Heat শুরু হবে।

শুটিং ভারতীয় সময় ভোর পাঁচটায় এই খেলা হবে। ভারতের হয়ে নামবেন অপূর্বী। ১০ মিটার এয়ার রাইফেল কোয়ালিফিকেশন। ১০ মিটার মহিলাদের এয়ার রাইফেল ফাইনাল সকাল সাতটা ১৫ থেকে হবে। সাড়ে ৯টা থেকে পুরুষদের এয়ার রাইফেল কোয়ালিফিকেশন ম্যাচ।

এরপর ১২টা তজেকে ১০ মিটার এয়ার রাইফেল ফাইনাল দুপুর ১২ টার সময় দেখা যাবে ভারতে।

টেবিল টেনিশ দুপুর ১২ টা শুরু হবে। টেবিল টেনিসে পুরুষ ও মহিলা উভয়ের সিঙ্গলসের প্রথম রাউন্ড ৷ এছাড়াও টেনিস, ওয়েট লিফটেং রয়েছে। তবে যে সমস্ত বাঙালিরা শনিবার অলিম্পিকে নামছেন তাঁরা হলেন, সৌরভ চৌধুরী, সুতীর্থ মুখোপাধ্যায়। ফলে গোটা দেশের নজর থাকবে শনিবারের অলিম্পিকের উপর।

English summary
tokyo olympic to start from tomorrow, what is schedule
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X