For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কর্ণাটক দখল করবে কে! চাণক্য-র ভোট সমীক্ষা কাদের এগিয়ে রাখছে

কর্ণাটক বিধানসভা নিয়ে বিভিন্ন সংস্থার মতো জনপ্রিয় সংস্থা চাণক্য-ও সমীক্ষা ফলাফল প্রকাশ করেছে।

  • |
Google Oneindia Bengali News

কর্ণাটক বিধানসভা নিয়ে বিভিন্ন সংস্থার মতো জনপ্রিয় সংস্থা চাণক্য-ও সমীক্ষা ফলাফল প্রকাশ করেছে। কর্ণাটকে ভোটদান শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যেই চাণক্যের তরফে ভোট পরবর্তী বুথ ফেরত সমীক্ষা ফলাফল প্রকাশিত হয়েছে। সেখানে বিজেপিকে সংখ্যাগরিষ্ঠ দল হিসাবে তুলে ধরা হয়েছে।

কর্ণাটক দখল করবে কে! চাণক্য-র ভোট সমীক্ষা কাদের এগিয়ে রাখছে

বিজেপিকে দেওয়া হয়েছে। কমবেশি ১২০টি আসন। অতএব বিজেপি সরকার গঠন করতে পারবে বলে চাণক্য-র সমীক্ষা মনে করছে। এদিকে কংগ্রেসকে দেওয়া হয়েছে ৭৩টি আসন। যার মধ্যে ১১টি আসন কম-বেশি রয়েছে।

কর্ণাটক দখল করবে কে! চাণক্য-র ভোট সমীক্ষা কাদের এগিয়ে রাখছে

এর পাশাপাশি জেডিএসকে দেওয়া হয়েছে ২৬টি আসন। কমবেশি হতে পারে ৭টি আসন। এছাড়া চাণক্য-র সমীক্ষা অনুযায়ী অন্যান্যরা ৩টি আসন পেতে পারে। এক্ষেত্রেও তিনটি আসন কমবেশি বলে ব্যাখ্যা করা হয়েছে।

কর্ণাটক দখল করবে কে! চাণক্য-র ভোট সমীক্ষা কাদের এগিয়ে রাখছে

ভোট শেয়ারের দিক থেকে বিজেপি ৩৯ শতাংশ ভোট পেতে পারে। এর মধ্যে ৩ শতাংশ কমবেশি হতে পারে। কংগ্রেস পেতে পারে ৩৬ শতাংশ আসন। এক্ষেত্রেও ৩শতাংশ ভোট কমবেশি হতে পারে। জেডিএস ১৮ শতাংশ ভোট পেতে পারে। এবং অন্যান্যরা ৭ শতাংশ আসন পেতে পারে বলে চাণক্য-র সমীক্ষা ব্যাখ্যা করেছে। এক্ষেত্রে অন্যান্যদের ক্ষেত্রে ৩ শতাংশ ভোট কম-বেশি হতে পারে।

English summary
Todays Chanakya exit poll prediction in Karnataka Assembly Elections 2018
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X