For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সাড়ম্বরে পালন ইন্টারনেটের রজত জয়ন্তী

  • By Oneindia Bengali Digital Desk
  • |
Google Oneindia Bengali News

আজকের দিনে আমাদের প্রত্যেকের জীবনে নিত্যপ্রয়োজনীয় জিনিস গুলির মধ্যে ইন্টারনেট অন্যতম। ইন্টারনেট ছাড়া একটা মুহূর্ত আমরা এখন কল্পনাও করতে পারি না। ঠিক ২৫ বছর আগে আজকের দিনেই ইন্টারনেটের যাত্রা শুরু হয়। এই ইন্টারনেটেই বর্তমান মানব সভ্য়তায় যুগান্তরকারী পরিবর্তন এনে দিয়েছে।[এখনও মাত্র ২০ শতাংশ ভারতীয় ইন্টারনেট ব্যবহার করেন : সমীক্ষা]

ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব (www)এর আবিষ্কার ইন্টারনেটের ব্যবহারকে আরও একধাপ এগিয়ে দেয়। বিখ্যাত ব্রিটিশ বিজ্ঞানী টিম বার্নার্স লি www বা ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের আবিষ্কার করেছিলেন। তিনি ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চ বা সার্ন-এর একজন নামকরা বিজ্ঞানী ছিলেন। [আর মাত্র ৮ বছর আয়ু রয়েছে ইন্টারনেটের, বলছেন বিজ্ঞানীরা]

সাড়ম্বরে পালন ইন্টারনেটের রজত জয়ন্তী

১৯৮৯ সালে ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের অবিষ্কার হলেও ১৯৯১ থেকে ২৩ অগাস্ট থেকে এর সফলভাবে ব্যবহার শুরু হয়। এরপর ১৯৯৩ সালে আমজনতার জন্য ইন্টারনেট পরিষেবা শুরু হয়েছিল। একটি পরিসংখ্যানে দেখা গিয়েছে ১৯৯৪ সালে সারা বিশ্বব্যাপী মাত্র ৩ হাজার ওয়েবসাইট ছিল। ২০১৪ সালে তা বেড়ে দাঁড়ায় ১০০ কোটিতে।

ইন্টারনেটের যাত্রা শুরু হওয়ার পরে যে ওয়েবসাইটটি প্রথম তৈরি হয়েছিল তার নাম ছিল info.cern.ch, যা ইউরোপিয়ান অর্গানাইজেশন ফর নিউক্লিয়ার রিসার্চের নিজস্ব ওয়েবসাইট ছিল। এবং ইন্টারনেটে প্রথম ছবিও আপলোড করার সুযোগ পেয়েছিলেন বার্নার্স লি। [ব্রিটিশ সংসদের অন্দরে চুটিয়ে চলছে পর্ন দেখা, ১ বছরে সার্চ ২.৪৭ লক্ষ বার]

আজকের দিনে ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা বহুগুণ বেড়েছে। ২০১৬ সালের জুলাই মাসের হিসাবের নিরিখে বিশ্বব্যাপী সেই সংখ্যাটা ৩৪০ কোটি অতিক্রম করে গিয়েছে। এখন বিশ্বব্যাপী জনপ্রিয় সার্চ ইঞ্জিনের তালিকায় প্রথমেই রয়েছে গুগল এবং সর্বাধিক জনপ্রিয় সোস্যাল নেটওয়ার্কিং সাইটের তালিকায় প্রথমেই রয়েছে ফেসবুকের নাম। ['গুগল ইমেজ' কীভাবে তৈরি হল? নেপথ্যের মজাদার কাহিনি জানেন কি?]

English summary
today world wide web opened to the public 25 years ago
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X