For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাষ্ট্রপতির ভাষণ বয়কটের ডাক বিরোধীদের, প্রবল উত্তেজনার মধ্যে শুরু হচ্ছে বাজেট অধিবেশন

রাষ্ট্রপতির ভাষণ বয়কটের ডাক বিরোধীদের, প্রবল উত্তেজনার মধ্যে শুরু হচ্ছে বাজেট অধিবেশন

Google Oneindia Bengali News

করোনা আবহের মধ্যেই আজ থেকে শুরু হচ্ছে মোদী সরকারের বাজেট অধিবেশন। করোনার কারণে এবার ডিজিটার ইকোনমিক সার্ভে রিপোর্ট পেশ করা হয়েছে। একই সঙ্গে একাধিক বিধিনিষেধ করা হয়েছে। তার উপরে রয়েছে কৃষক আন্দোলনের আঁচ। কৃষকদের উপর নির্যাতনের প্রতিবাদে রাষ্ট্রপতির ভাষণ বয়কট করেছে তৃণমূল কংগ্রেস সহ ১৬টি রাজনৈতিক দল। প্রথম দিন থেকেই বিরোধীরা তৎপর হয়ে উঠবেন তাতে কোনও সন্দেহ নেই।

শুরু বাজেট অধিবেশন

শুরু বাজেট অধিবেশন

আজ থেক শুরু হতে চলেছে মোদী সরকারের বাজেট অধিবেশন। করোনা আবহে প্রথম বাজেট অধিবেশন পেশ করতে চলেছে মোদী সরকার। তার উপরে কৃষি আন্দোলনের উত্তাপ। প্রস্তুত হয়ে রয়েছেন বিরোধীরা। মোদী সরকারকে সবরকমের আক্রমণে বিঁধতে সবরকম প্রস্তুতি সেরে রেখেছেন বিরোধীরা। প্রবল উত্তেজনার মধ্যেই এক প্রকার বাজেট অধিবেশন শুরু হতে চলেছে।

 রাষ্ট্রপতির ভাষণ বয়কট

রাষ্ট্রপতির ভাষণ বয়কট

সাংবিধানিক নিয়ম অনুযায়ী বাজেট অধিবেশন শুরুর আগে যৌথ অধিবেশনে ভাষণ দেন রাষ্ট্রপতি। কিন্তু কৃষকদের উপর নির্যাতনের প্রতিবাদে রাষ্ট্রপতি ভাষণ বয়কটের ডাক দিয়েছে তৃণমূল কংগ্রেস সহ ১৬টি রাজনৈতিক দল। প্রজাতন্ত্র দিবসে কৃষকদের উপর পুলিশি নির্যাতনের প্রতিবাদেই তাঁদের এই বিরোধ বলে জানিয়েছেন বিরোধীরা।
অধিবেশনের আগে থেকেই এই নিয়ে উত্তেজনা রয়েছে সংসদ ভবনে।

কৃষক আন্দোলনের উত্তাপ

কৃষক আন্দোলনের উত্তাপ

গত কয়েকদিন ধরেই গোটা দেশে কৃষক আন্দোলনের উত্তাপ নতুন করে ছড়িয়ে পড়েছে। প্রজাতন্ত্র দিবসে কৃষকদের নজির বিহিন প্রতিবাদ আন্দোলন নিয়ে সরব হয়েছে একাংশের রাজনৈতিক মহল। লালকেল্লায় কৃষকদের ঢুকে পড়ে পতাকা উত্তোলনের প্রবল বিরোধিতা করেছে বিজেপি। যদিও বাম-কংগ্রেস-তৃণমূল কংগ্রেসের দাবি কৃষকদের আন্দোলনকে লঘু করে দেখাতে চাইছে মোদী সরকার। কৃষকদের আন্দোলনকে নষ্ট করার চেষ্টা করছে বিজেপি।

অধিবেশন সফলের আহ্বান মোদীর

অধিবেশন সফলের আহ্বান মোদীর

বাজেট অধিবেশনের সাফল্যের জন্য বিরোধীদের অংশ নেওয়ার আবেদন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেছেন বাজেট অধিবেশন যাতে সফল হয় সে জন্য সব রাজনৈতিক দলের সদস্যদের উচিত স্বতঃস্ফুর্ত যোগদান করা। বাজেট অধিবেশনের আসল উদ্দেশ্য যেন পূরণ হয় তার আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী।

English summary
Today Modi government's Budget session started amid farmer protest and opposition protests
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X