For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

৯.৬ ডিগ্রিতে কাঁপছে রাজধানীবাসী, দিল্লিতে এই মরসুমের শীতলতম দিন শুক্রবার

৯.৬ ডিগ্রিতে কাঁপছে রাজধানীবাসী, দিল্লিতে এই মরসুমের শীতলতম দিন শুক্রবার

  • |
Google Oneindia Bengali News

শীতের জন্য অপেক্ষা করছিলেন দেশবাসী। অবশেষে সেই ঠাণ্ডাই জাঁকিয়ে পড়ল রাজধানীতে। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাজধানীর সর্বনিম্ন তাপমাত্রা ৯.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি নীচে রয়েছে বলে জানিয়েছে তারা। তবে তারা এও জানান, এই মরসুমের শীতলতম দিন আজ।

৯.৬ ডিগ্রিতে কাঁপছে রাজধানীবাসী, দিল্লিতে এই মরসুমের শীতলতম দিন শুক্রবার


সিস্টেম অফ এয়ার কোয়ালিটি অ্যান্ড ওয়েদার ফোরকাস্টিং অ্যান্ড রিসার্চ সূত্রে জানা গিয়েছে, দিল্লিতে ক্রমশই বাড়ছে ঠাণ্ডার প্রকোপ। শীত ক্রমশ বাড়ার ফলে বেড়ে চলেছে বায়ুদূষণও। দূষণের মাত্রা শুক্রবার সকালে দাড়িয়েছে ২৯৩ তে। তবে আবহাওয়ার তরফে জানা গিয়েছে, সারাদিন রাজধানীর আকাশ পরিষ্কার থাকবে। তবে তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে বলে তারা জানিয়েছেন। শুক্রবার সকাল সাড়ে ৮ টায় আপেক্ষিক আর্দ্রতার মান ছিল ৭৯ শতাংশ।

বায়ুদূষণ মান যদি শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকে তাহলে খুব ভালো, যদি বায়ু দূষণের মান ৫১ থেকে ১০০ এর মধ্যে থাকে তাহলে তা সন্তোষজনক। যদি ১০১ থেকে ২০০ এর মধ্যে থাকে তা বায়ুদূষণের মাত্রা কিন্তু মধ্যম। ২০১ থেকে ৩০০ এর মধ্যে মান থাকাটা খুব কম এবং ৩০১ থেকে ৪০০ এর মধ্যে বায়ু দূষণের মান থাকাকে খুব কম বলে আবার ৪০১ থেকে ৫০০ এর মধ্যে যদি বায়ুদূষণের মান থাকে তা কিন্তু খুব গুরুতর বলে মনে করা হয়।

অপরদিকে কলকাতাতেও কিন্তু পড়েছে বেশ ঠাণ্ডা। যদিও আবহাওয়া সূত্রে জানা গিয়েছে, এখন আর বাংলায় কোনও ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই। জেলাগুলি রাতের দিক পারদ নেমে ঠাণ্ডা আরও বাড়িয়ে তুলবে। রাজ্যবাসী নভেম্বর মাসের ২২ তারিখের পর হাড়হিম করা ঠাণ্ডা উপভোগ করতে পারবে। দার্জিলিং-সহ বেশ কিছু পাহাড়ি জায়গায় দু এক পশলা হালকা বৃষ্টি হলেও হতে পারে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গেও ঠাণ্ডা জাকিয়ে পড়বে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। কবে ভালো ভাবে ঠাণ্ডা পড়বে তারই অপেক্ষা রয়েছেন রাজ্যবাসী।

Weather update: শীতের শিরশিরানি রাজ্য জু়ড়ে, কেমন থাকবে আবহাওয়া জেনে নিনWeather update: শীতের শিরশিরানি রাজ্য জু়ড়ে, কেমন থাকবে আবহাওয়া জেনে নিন

English summary
today is the coldest day in delhi residents are shivering do you know
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X