For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

আজ জিতল কাগজ দেখানোর ধারণা, দিল্লিতে কটাক্ষ আরএসএস নেতা রামলালের

সবাইকে আজ কাগজ দেখিয়েই ভোট দিতে হচ্ছে। দিল্লিতে ভোট কেন্দ্রের বাইরে এমনটাই মন্তব্য করলেন আরএসএস নেতা রামলাল। প্রসঙ্গত এনপিএর এবং এনআরসি নিয়ে স্লোগান উঠেছিল কাগজ দেখাব না আমরা।

  • |
Google Oneindia Bengali News

সবাইকে আজ কাগজ দেখিয়েই ভোট দিতে হচ্ছে। দিল্লিতে ভোট কেন্দ্রের বাইরে এমনটাই মন্তব্য করলেন আরএসএস নেতা রামলাল। প্রসঙ্গত এনপিএর এবং এনআরসি নিয়ে স্লোগান উঠেছিল কাগজ দেখাব না আমরা। এদিন রামলাল বিজেপি বিরোধীদের এইভাষাতেই বার্তা দিলেন।

রামলালের কটাক্ষ

এদিন দিল্লি বিধানসভার নির্বাচন। সকাল সকাল ভোট কেন্দ্রের সামনে দেখা যায় রাজনৈতিক তারকাদের। ছিলেন রামলালের মতো আরএসএস নেতাও। ভোটকেন্দ্রের বাইরে তিনি কটাক্ষ করে বলেন, তিনি মনে করেন, এদিন সবাইকে কাগজ দেখিয়েই ভোট দিতে হচ্ছে। আর নির্বাচন কমিশনও বলে দিয়েছে, কাগজ না দেখালে ভোট দেওয়া যাবে না।

'জিতে গেল কাগজ দেখানোর ধারণা'

'জিতে গেল কাগজ দেখানোর ধারণা'

আজ জিতে গেল কাগজ দেখানোর ধারণা। অন্যদিকে কাগজ না দেখানোর ধারণা হেরে গেল বলেও মন্তব্য করেছেন আরএসএস নেতা রামলাল।

'আমরা কাগজ দেখাব না'

'আমরা কাগজ দেখাব না'

শাসক আসবে, শাসক যাবে, কাগজ আমরা দেখাব না। কবিতা হিন্দি থেকে বাংলায় অনুবাদ করা হয়। কমেডিয়ান বরুণ গ্রোভার সিএএ বিরোধী আন্দোলনের সময় লিখেছিলেন, হম কাগজ নেহি দিখায়েঙ্গে। সেই লাইনটিই সিএএ, এনপিআর, এনআরসি নিয়ে প্রতিবাদীদের মুখে মুখে। রাজনীতিকদের পাশাপাশি বাংলার অভিনেতা, অভিনেত্রী, গায়ক সবাইকেই এই স্লোগান দিতে দেখা গিয়েছিল।

সকাল সকাল ভোট দিল্লির হেভিওয়েটদের

সকাল সকাল ভোট দিল্লির হেভিওয়েটদের

এদিন সকাল সকাল ভোট দিতে দেখায় যায় দিল্লির হেভিওয়েটদের। আরএসএস নেতা রামলালের সঙ্গে ভোটের লাইনে হাজির ছিলেন প্রাক্তন উপরাষ্ট্রপতি হামিদ আনসারি।

English summary
Today every one will have to show their papers, says RSS leader Ram Lal om Delhi Election
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X