For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পয়সা বাঁচাতে যাত্রীদের জন্য ব্যবহার হয় না এরোব্রিজ, রাজ্যসভায় তীব্র নিন্দার মুখে বিমানসংস্থাগুলি

পয়সা বাঁচাতে যাত্রীদের জন্য ব্যবহার হয় না এরোব্রিজ, রাজ্যসভায় তীব্র নিন্দার মুখে বিমানসংস্থাগুলি

Google Oneindia Bengali News

পয়সা বাঁচানোর জন্য বেসরকারি বিমান সংস্থাগুলি তাদের বিমানে যাত্রী ওঠা–নামার ক্ষেত্রে এরোব্রিজ ব্যবহার করে না, যার ফলে বয়স্ক মানুষদের অসুবিধার সম্মুখীন হতে হয় এবং তাঁরা সিঁড়ি ব্যবহার করেন। সোমবার সংসদীয় কমিটির পক্ষ থেকে এই তথ্য দেওয়া হয়। সংসদীয় কমিটির রিপোর্টে বলা হয়েছে, '‌কমিটি বেসরকারি বিমান সংস্থাগুলোর এই উদাসীন ও অযৌক্তিক মনোভাবের নিন্দা জানায়।’ কমিটি এর সঙ্গে এও যোগ করেছে যে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের উচিত এই ধরনের বিমান সংস্থাকে শাস্তি দেওয়া।

পয়সা বাঁচাতে যাত্রীদের জন্য ব্যবহার হয় না এরোব্রিজ, রাজ্যসভায় তীব্র নিন্দার মুখে বিমানসংস্থাগুলি

এরোব্রিজ হল একটি চলমান টানেল বা সুড়ঙ্গ, যা বিমানবন্দরের ভবন থেকে বিমান পর্যন্ত বিস্তৃত থাকে, এটি যাত্রী বিমানে চড়া ও নামানোর ক্ষেত্রে ব্যবহার হয়। এরোব্রিজ সুবিধার জন্য বিমান সংস্থাকে নির্দিষ্ট একটি অর্থ দিতে হয় বিমানবন্দর কর্তৃপক্ষকে। সোমবার রাজ্যসভায় পরিবহন, পর্যটন ও সংস্কৃতি সংক্রান্ত সংসদীয় কমিটির একটি রিপোর্ট পেশ করা হয়েছে, যেখানে বলা হয়েছে কিছু বিমানবন্দরে এরোব্রিজের সুবিধা থাকা সত্ত্বেও, বিমান সংস্থাগুলি যাত্রী ওঠা–নামার ক্ষেত্রে ব্যবহার করে না, পরিবর্তে যাত্রীরা সিঁড়ি ব্যবহার করেন। রিপোর্টে উল্লেখ করা হয়েছে, '‌যাত্রীদের থেকে চার্জ নেওয়ার পরও, বেসরাকারি বিমান সংস্থাগুলি পরিচালন ব্যয় কমাতে এরোব্রিজ ব্যবহার করছে না।’‌ ‌

পঞ্জাব জয়ের পরে লক্ষ্য এক বড় রাজ্য! ভিত্তি শক্তিশালী করতে ঝাঁপাচ্ছে আপ পঞ্জাব জয়ের পরে লক্ষ্য এক বড় রাজ্য! ভিত্তি শক্তিশালী করতে ঝাঁপাচ্ছে আপ

রিপোর্টে এও বলা হয়েছে, '‌এর কারণে, যাত্রীদের, বিশেষ করে বয়স্ক মানুষদের বিমানে ওঠার জন্য পার্কিং স্ট্যান্ডের সিঁড়ি বেয়ে ওঠার ধকল সহ্য করতে হয়।’‌ সংসদীয় কমিটি বেসরকারি বিমান সংস্থার এই উদাসীন ও অযৌক্তিক মনোভাবের তীব্র নিন্দা জানিয়েছে এবং দৃড়ভাবে সুপারিশ করে যে উল্লেখিত বিষয়ে এর বিজ্ঞপ্তি কঠোরভাবে প্রয়োগ করা হোক। প্রসঙ্গত, ২০১৮ সালে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রকের পক্ষ থেকে সমস্ত ভারতীয় বিমানবন্দরের উদ্দেশ্যে বিজ্ঞপ্তি জারি করে বলা হয় যে বিমানবন্দরে যদি যাত্রীদের ওঠা–নামার জন্য এরোব্রিজ উপলব্ধ থাকে, তবে এটা তাদের সুবিধার জন্য ব্যবহার করা আবশ্যক। সোমবার কমিটির পক্ষ থেকে সুপারিশ করে বলা হয় যে মন্ত্রকের উচিত বিজ্ঞপ্তির নিয়ম মানা হচ্ছে কিনা তা দেখতে নিয়মিতভাবে সারপ্রাইজ পরিদর্শনে যাওয়া উচিত এবং যদি কোনও ত্রুটি থাকে তবে সংশ্লিষ্ট বেসরকারি বিমান সংস্থাগুলিকে শাস্তি দেওয়া উচিত।

English summary
to save money indian airlines are not using aerobridge for boarding
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X