For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

দেশের এই রাজ্যে খোলা হল 'স্টেট ব্যাঙ্ক অব টম্যাটো'

উত্তরপ্রদেশের লখনৌয়ে 'স্টেট ব্যাঙ্ক অব টম্যাটো' খুলে ফেলেছেন কংগ্রেস কর্মীরা। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনটা জানা গিয়েছে।

  • |
Google Oneindia Bengali News

টম্যাটোর অত্যধিক মূল্যবৃদ্ধি নিয়ে চারিদিকে শোরগোল পড়ে গিয়েছে। এরই প্রতিবাদে উত্তরপ্রদেশের লখনৌয়ে 'স্টেট ব্যাঙ্ক অব টম্যাটো' খুলে ফেলেছেন কংগ্রেস কর্মীরা। সংবাদসংস্থা এএনআই সূত্রে এমনটা জানা গিয়েছে।

দেশের এই রাজ্যে খোলা হল 'স্টেট ব্যাঙ্ক অব টম্যাটো'

সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত প্রতিদিন এটি খোলা থাকছে। যারা এখানে টম্যাটো জমা রাখবেন, তাঁদের আকর্ষণীয় সুবিধা দেওয়ার ঘোষণা হয়েছে।

ব্যাঙ্কের মতোই মিছিমিছি ঋণ ও লকার রাখার সুবিধা রয়েছে। পাশাপাশি পাঁচগুণ লাভের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। এবং যারা দুঃস্থ ও টম্যাটো কেনার সামর্থ নেই, তাঁদের সহজে ঋণ দেওয়ার কথাও বলা হয়েছে।

টম্যাটো ব্যাঙ্কের এক গ্রাহক শ্রীকৃষ্ণ বর্মা জানিয়েছেন, তিনি ৫০০ গ্রাম টম্যাটো জমা রেখেছেন। ছয় মাস পরে ১ কেজি ফেরত পাবেন। এমন দিন দেখতে হবে, তা কল্পনা করেননি বলে জানিয়েছেন তিনি।

ঘটনা হল, দেশের কিছু জায়গা যেখানে বন্যায় ভাসছে, সেখানে কিছু এলাকায় খরা চলছে। যার ফলে গত কিছুদিনে টম্যাটোর দাম চারগুণ বেড়েছে, পেঁয়াজের দাম দ্বিগুণ হয়ে গিয়েছে।

English summary
To protest against price rise, congress opens 'State Bank of Tomato'
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X