For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

গান্ধীজির আদর্শকে এগিয়ে নিয়ে যেতে মার্কিন সংসদে বিল পেশ

গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত আমেরিকাও। তাঁর আদর্শকে জিইয়ে রাখতেই আমেরিকার সংসদে বিল পেশ করা হল। গান্ধীজি এবং কিং লুথার জুনিয়ারের অবদান স্মরণীয় করে রাখতে দেশে একাধিক কাজ করতে চান আমেরিকার কংগ্রেস ম্যান

Google Oneindia Bengali News

গান্ধীজির আদর্শে অনুপ্রাণিত আমেরিকাও। তাঁর আদর্শকে জিইয়ে রাখতেই আমেরিকার সংসদে বিল পেশ করা হল। গান্ধীজি এবং কিং লুথার জুনিয়ারের অবদান স্মরণীয় করে রাখতে দেশে একাধিক কাজ করতে চান আমেরিকার কংগ্রেস ম্যান জন লুইস। নাগরিক অধিকার নিয়ে একাধিক কাজের জন্য দেশে নাম রয়েছে তাঁর। মার্কিন বাজেটে ১৫০ মিিলয়ন মার্কিন ডলার বরাদ্দ করার দাবি জানিয়েছেন তিনি। আগামী পাঁচ বছরের জন্য এই আর্থিক বরাদ্দের দাবি জানিয়েছেন তিনি।

গান্ধীজির স্মরণে আমেরিকার উদ্যোগ

গান্ধীজির স্মরণে আমেরিকার উদ্যোগ

ভারতের জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫০ তম জন্মদিন উপলক্ষ্যে একাধিক কর্মসূচি নিয়েছে মোদী সরকার। সেই উদ্যোগ এবার শুরু হয়েছে সুদূর আমেরিকাতেও। মার্কিন সংসদে গান্ধীজি এবং কিং লুথার জুনিয়রের আদর্শকে এগিয়ে নিয়ে যেতে আর্থিক বরাদ্দের দাবি জানিয়েছেন মার্কিন কংগ্রেস ম্যান জন লুইস। ১৫০ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দের দাবি জানিয়েছেন তিনি। প্রতিবছর এই কাজে ৩০ মিলিয়ন মার্কিন ডলার খরচ করা হবে বলে দাবি করেছেন তিনি।

আমেরিকার উদ্যোগকে স্বাগত

আমেরিকার উদ্যোগকে স্বাগত

গান্ধীজির স্বরণে আমেরিকায় সংসদে এই বিল পেশকে স্বাগত জানিয়েছে ভারত। সেদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত হর্ষ বর্ধন শৃঙ্গলে জানিয়েছেন, আমেরিকার এই উদ্যোগে দুই দেশের সম্পর্ক আরও উন্নত হবে। এই বিলকে সমর্থন জানিয়েছেন স্পিকার ন্যান্সি পালোসিও। গান্ধী-কিং ডেভলপমেন্ট ফাউন্ডেশন তৈরিরও প্রস্তাব দেওয়া হয়েছে আমেরিকার সংসদে। বিলের সমর্থন জানিয়েছেন তিন ডেমোক্র্যাট সাংসদও। এঁরা সকলেই ভারতীয় বংদ্ভুত আমেরিকান। ডাক্তার অ্যামি বেরা, রো খান্না এবং প্রমিলা জয়পাল। এছাড়াও তিন কংগ্রেস ম্যানও বিলটিকে সমর্থন জানিয়েছেন।

বিলে প্রস্তাব

বিলে প্রস্তাব

এই বিলে প্রস্তাব করা হয়েছে যে অর্থ বরাদ্দ করা হবে প্রতিবছর তা খরচ করা হবে শিক্ষা, স্বাস্থ্য, দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশ পরিবর্তন সংক্রান্ত একাধিক কাজে। বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার মাধ্যমে সেই টাকা খরচ করা হবে। এছাড়াও গান্ধী-কিং স্কলারশিপ দেওয়ার কথাও বলা হয়েছে বিলে। ভারতীয় মেধাবী ছাত্রদের এই স্কলারশিপ দিয়ে উচ্চশিক্ষার সুযোগ করে দেওয়া হবে। তবে শুধু ভারতীয় মেধাবী ছাত্ররা নন এই স্কলারশিপে সুযোগ পাবেন আমেরিকান মেধাবী ছাত্ররাও। গান্ধীজি এবং কিং লুথারের দর্শণ নিয়ে যাঁরা পড়বে তাঁরাই অগ্রাধিকার পাবে এই স্কলারশিপের।

English summary
To promote Gandhiji Legacy bill introduced in US House
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X