উন্নাও ধর্ষণ কাণ্ডে যাবজ্জীবন ঠেকাতে দিল্লি হাইকোর্টের দারস্থ কুলদীপ সিং সেনগার
উন্নাও গণধর্ষণ কাণ্ডে যাবজ্জীবন সাজা আটকাতে এবার দিল্লি হাইকোর্টের দারস্থ হলেন বিজেপি বিধায়ক কুলদীপ সিং সেনগার। সূত্রের খবর, ২০১৩ সালে উন্নাওতে একটি নাবালিক মেয়েকে ধর্ষণ করার জন্য দোষী সাব্যস্ত হওয়া ও যাবজ্জীবন কারাদণ্ডের বিরুদ্ধে চ্যালেঞ্জ জানিয়ে বুধবার দিল্লি হাইকোর্টে আবেদন করেন তিনি।

গত ২০শে ডিসেম্বর এই ঘটনায় দোষী সাব্যস্তের পাশাপাশি তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ২৫ লক্ষ টাকা জরিমানা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করে একটি নিম্ন আদালত। এবার সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লি হাইকোর্টের দারস্থ সেনগার।
আদালত সেনগারকে ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারা এবং পকসো আইন অনুযায়ী সরকারি প্রতিনিধির দ্বারা নাবালিকা ধর্ষণের দায়ে অভিযুক্ত করে। ২০১৭ সালে যে সময় এই ধর্ষণের ঘটনা ঘটে তখন ওই আক্রান্ত তরুণী নাবালিকা ছিলেন বলেও জানা গেছে।
প্রসঙ্গত, বিচার প্রক্রিয়াকে ও সাক্ষীদের নানা ভাবে প্রভাবিত করার অভিযোগ উঠতে শুরু করে এই প্রভাবশালী নেতার বিরুদ্ধে। গত বছরের ৫ আগস্ট সুপ্রিম কোর্টের নির্দেশের পর এই ঘটনার শুনানি উত্তরপ্রদেশের উন্নাও থেকে দিল্লিতে স্থানান্তরিত হওয়ার পরই শুরু হয় বিচার প্রক্রিয়া।
নতুন বছরে ব্যাঙ্ক ধর্মঘট, জেনে নিন কবে কবে হচ্ছে