For Quick Alerts
For Daily Alerts
করোনা ঠেকাতে ৩১ মার্চ পর্যন্ত বন্ধ হতে চলেছে রাজ্যের সমস্ত রেস্তোরাঁ ও পানশালা
করোনার কোপ এবার রাজ্যের রেস্তোরাঁ, পানশালা গুলিতেও। দেশ জুড়ে ক্রমাগত করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে চলার খবর আসতেই ইতিমধ্যে ১৫ এপ্রিল পর্যন্ত উচ্চমাধ্যমিক পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

এবার ৩১ মার্চ পর্যন্ত বন্ধ হতে চলেছে রাজ্যব্যাপী সমস্ত পানশালা ও রেস্টুরেন্ট গুলি। করোনা ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে বন্ধ হতে চলেছে নাইটক্লাব, বিনোদন পার্ক, যাদুঘর এবং চিড়িয়াখানাও। এই নির্দেশিকাটি ম্যাসেজ পার্লার এবং হুক্কা বারের ক্ষেত্রেও প্রযোজ্য বলে জানা গেছে। এই ক্ষেত্রে কোনও নিয়ম লঙ্ঘন হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাজ্য সরকারের এক উর্ধ্বতন আধিকারিক।
অন্যদিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব ও স্বাস্থ্য সংক্রান্ত ঝুঁকির কথা মাথায় রেখে আগামী ৩১শে মার্চ পর্যন্ত দেশের সমস্ত রেস্তোরাঁ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে ন্যাশান্যাল রেস্টুরেন্ট অ্যাশোসিয়েশন অফ ইণ্ডিয়া। আগামী ৩১ মার্চ পর্যন্ত রাজধানীর সমস্ত জিম, নাইটক্লাব এবং স্পা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে দিল্লি সরকার।
Comments
English summary
All restaurants and pubs in the state will close until 31 March to prevent Corona virus