For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লোকসভার লক্ষ্যে বাম-কংগ্রেসের সম্ভাব্য বোঝাপড়া! কত আসনে লড়াই, মিলছে ইঙ্গিত

লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে সম্ভাব্য বাম-কংগ্রেসের বোঝাপড়া হয়ে গিয়েছে শনিবার। বিজেপি ও তৃণমূল বিরোধী ভোটকে এক জায়গায় নিয়ে যেতে ৪২ টি আসনে বামে প্রতিদ্বন্দ্বিতা নাও করতে পারে।

  • |
Google Oneindia Bengali News

লোকসভা নির্বাচনকে সামনে রেখে পশ্চিমবঙ্গে সম্ভাব্য বাম-কংগ্রেসের বোঝাপড়া হয়ে গিয়েছে শনিবার। বিজেপি ও তৃণমূল বিরোধী ভোটকে এক জায়গায় নিয়ে যেতে ৪২ টি আসনে বামে প্রতিদ্বন্দ্বিতা নাও করতে পারে বলে সূত্রের খবর। রাজ্য কংগ্রেস ও বামেদের তরফে কৌশলগত সম্পর্কের কথা বলা হলেও, কেন্দ্রীয় নেতৃত্বের তরফে পরস্পর বিরোধী বক্তব্য পাওয়া গিয়েছে।

হাইকমান্ডের আগেকার ইচ্ছা

হাইকমান্ডের আগেকার ইচ্ছা

একটা সময়ে কংগ্রেস হাইকমান্ডের তরফে তৃণমূলের সঙ্গে বোঝাপড়ার ইঙ্গিত দেওয়া হয়েছিল। অন্যদিকে সিপিএম-এর কেরল ইউনিট কংগ্রেসের সঙ্গে সম্পর্ক রাখার বিরোধিতা করেছিল। যদি তৃণমূলের তরফে কংগ্রেসের সঙ্গে কোনও জোটের ইচ্ছাপ্রকাশ করা হয়নি।

একদিকে পলিটব্যুরো অন্যদিকে রাহুল গান্ধীর বৈঠক

একদিকে পলিটব্যুরো অন্যদিকে রাহুল গান্ধীর বৈঠক

শুক্রবার ও শনিবার সিপিএম পলিটব্যুরো বৈঠকে বসে। সেখানে কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে আলোচনা হয় বলে সূত্রের খবর। অন্যদিকে, শনিবারই রাজ্যগুলির প্রদেশ সভাপতি এবং কংগ্রেস বিধায়কদলের নেতাদের সঙ্গে বৈঠক করেন রাহুল গান্ধী। বৈঠটকের পরে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস সভাপতি সোমেন মিত্র জানান, নিজেদের সম্মান অখুণ্ণ রেখে, তারা বামেদের সঙ্গে জোট করতে চান।

পলিটব্যুরোর বৈঠকে সুর নরম

পলিটব্যুরোর বৈঠকে সুর নরম

সূত্রের খবর অনুযায়ী, সিপিএম পলিটব্যুরোর বৈঠকে কেরল ইউনিট কংগ্রেস বিরোধিতা নিয়ে তাদের সুর নরম করেছে। পলিটব্যুরো সদস্য, তথা কেরল রাজ্য সিপিএম সম্পাদক কোদিয়েরি বালাকৃষ্ণান বলেছেন, সামনের লোকসভা নির্বাচনে বিজেপিকে ক্ষমতা থেকে সরাতে হবে। এর জন্য যাবতীয় কার্যকরী ভূমিকা গ্রহণ করতে হবে। যে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল পার্টি কংগ্রেসে।

২০১৮-র এপ্রিলে সিপিএম-এর পার্টি কংগ্রেসে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল দলের মূল কাজ হল বিজেপি ও তাদের সহযোগীদের পরাজিত করা। একইসঙ্গে এত বলা হয়েছিল কাজটি করতে হবে, কংগ্রেসের সঙ্গে কোনও রাজনৈতিক সংযোগ ছাড়াই। যদিও এই সিদ্ধান্তের মধ্যেও পশ্চিমবঙ্গের জন্য বলা হয়েছিল, বিজেপি ও তৃণমূল বিরোধী ভোট যতটা সম্ভব সংঘবদ্ধ করা।

সীতারাম ইয়েচুরির ইঙ্গিত

সীতারাম ইয়েচুরির ইঙ্গিত

সিপিএম সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি বলেছেন, বাংলায় যেখানে বাম প্রার্থী থাকবে না, সেখানে বিজেপি ও তৃণমূলকে পরাজিত করতে ডাক দেওয়া হবে। যতটা সম্ভব বিজেপি ও তৃণমূল বিরোধী ভোট এক জায়গায় করতে চেষ্টা করা হবে। প্রার্থী দেওয়ার বিষয়টি নিয়ে বামফ্রন্টে আলোচনা করা হবে বলে জানিয়েছেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী, রাজ্যে বামেরা চারটি আসনে প্রার্থী নাও দিতে পারে। এই চারটি আসনে কংগ্রেসের সাংদর রয়েছে। আসনগুলি হল জঙ্গিপুর, মালদহ উত্তর, মালদহ দক্ষিণ এবং বহরমপুর। অন্যদিকে কংগ্রেসের তরফে, যেসব আসনে বামেদের শক্তি রয়েছে, সেসব জায়গায় প্রার্থী দেওয়া থেকে বিরত থাকতে পারে।

২০১৬-র বিধানসভা নির্বাচনে সিপিএম নেতৃত্বাধীন বাম এবং কংগ্রেস রাজ্যে সমঝোতায় পৌঁছেছিল। যদিও সেই সমঝোতায় লাভ হয়েছিল কংগ্রেসের। কংগ্রেস পেয়েছিল ৪৪ টি আসন এবং বামেরা পেয়েছিল ৩৩ টি আসন।

English summary
To ‘pool anti-BJP, TMC votes’, Congress, CPM clear way for tie-up in West Bengal
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X