For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এবার কি সরকারি বাজেটে আরএসএস-এর মতো বাহিনী গড়া হবে, মোদী সরকারের নয়া প্রস্তাবে জল্পনা

শৃঙ্খলা, জাতীয়তাবাদ ও আত্মসম্মান প্রতিষ্ঠার জন্য মোদীর সরকার বছরে ১০ লাখ যুবকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছে।

Google Oneindia Bengali News

এবার কি সরকারি টাকায় আরএসএস বাহিনী গড়া হবে? মোদী সরকারের নয়া প্রকল্প প্রস্তাব ফাঁস হয়ে গিয়ে এখন অনেকেরই মনে এই প্রশ্ন জাগছে। এক সূত্রের খবর দেশের যুব সম্প্রদায়ের মধ্যে জাতীয়তাবোধ, শৃঙ্খলা ও আত্মমর্যাদা জাগ্রত করতে মোদী সরকার প্রতি বছর দেশের ১০ লক্ষ করে যুবক যুবতীকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার কথা ভাবছে।

সরকারি বাজেটে কী আরএসএস-এর মতো বাহিনী গড়া হবে

জানা গিয়েছে এই স্কিমের নাম দেওয়া হবে ন্যাশনাল ইয়ুথ এমপাওয়ারমেন্ট স্কিম বা এন-ইয়েস। এই প্রকল্পে সামরিক প্রশিক্ষণের পাশাপাশি তথ্য প্রযুক্তি, বিপর্যয় মোকাবিলা, ভারতীয় মূল্যবোধ, যোগ, আয়ুর্বেদ, প্রচীন ভারতীয় দর্শন শিক্ষাও দেওয়া হবে। দশম ও দ্বাদশ শ্রেনীর ছাত্রছাত্রীদের এই প্রশিক্ষণের সুযোগ পাবে। ১২ মাসের প্রশিক্ষণ চলার সময় তাদের বৃত্তিও দেওয়া হবে। ভবিষ্যতে সেনাবাহিনী, পুলিশ-এর মতো পেশার ক্ষেত্রে এন-ইয়েসের সংশা বাধ্যতামূলক করা হতে পারে।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এখনও স্বীকার করা না হলেও সূত্রের খবর এনিয়ে ইতিমধ্যেই জুনের শেষ সপ্তাহে প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রতিরক্ষা, যুব ও মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের প্রতিনিধিদের এক বৈঠক হয়েছে। সেখানে অনেক উচ্চপদস্থ কর্তাই এন-ইয়েস'এর বিরোধিতা করেছেন বলে জানা গিয়েছে। বিকল্প হিসেবে প্রস্থাব দেওয়া হয়েছে বর্তমানে চালু থাকা ন্যাশনাল ক্যাডেট কর্পস বা এনসিসি প্রকল্পকে ঢেলে সাজানোর। তবে কেন্দ্রের ভোট এখনও এন-ইয়েসের পক্ষেই রয়েছে। তহবিল হিসেবে এনসিসি, এনএসএস ও স্কিল ডেভেলপমেন্ট মন্ত্রকের বাজেট ব্যবহার করার প্রস্তাব দেওয়া হয়েছে।

English summary
To instil discipline, nationalism and self esteem Modi Government discusses military training plan for 10-lakh youth per year.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X