For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রসার বাড়াতে 'অ্যাপার্টমেন্ট প্রমুখ' পাঠাতে চলেছে আরএসএস, গেরুয়া শিবির পোক্ত করার লক্ষ্য

এবার জনসভা বা গোষ্ঠীকে উদ্দেশ্য করে আর মঞ্চ ভাষণে বিশ্বাসী নয় আরএসএস। মানুষের কাছে পৌঁছতে ও সংগঠনের শক্তি আরও বাড়াতে এবার বাড়ির দরজায় এসে কড়া নাড়তে চলেছেন রাষ্ট্রীয় স্বয়ম সেবক সংঘের সদস্যরা।

  • |
Google Oneindia Bengali News

এবার জনসভা বা গোষ্ঠীকে উদ্দেশ্য করে আর মঞ্চ ভাষণে বিশ্বাসী নয় আরএসএস। মানুষের কাছে পৌঁছতে ও সংগঠনের শক্তি আরও বাড়াতে এবার বাড়ির দরজায় এসে কড়া নাড়তে চলেছেন রাষ্ট্রীয় স্বয়ম সেবক সংঘের সদস্যরা। মেট্রো শহরগুলির উঁচু অ্যাপার্টমেন্টগুলিতে এবার পৌঁছে যাবেন আরএসএস-এর 'অ্যাপার্টমেন্ট প্রমুখরা'।

প্রসার বাড়াতে অ্যাপার্টমেন্ট প্রমুখ পাঠাতে চলেছে আরএসএস, গেরুয়া শিবির পোক্ত করার লক্ষ্য


দেশের নামী দামী শহরগুলিতে এবার বিভিন্ন অ্যাপার্টমেন্টের সঙ্গে সংযুক্ত হওয়ার পরিকল্পনা নিচ্ছে আর এসএস। দিল্লি, নয়ডা, লখনউ, বেঙ্গালুরু, আগ্রা, মিরাট গুরগাঁওতে একাধিক অ্যাপার্টমেন্টকে ইতিমধ্যেই চিহ্নিত করে সেখানের সদস্যদের সঙ্গে যোগাযোগের রাস্তায় হাঁটতে চলেছে আরএসএস। আপাতত ৫০ টি অ্যাপার্টমেন্টকে চিহ্নিত করেছেন তারা। এই অ্যাপার্টমেন্ট প্রমুখদের কাজ হবে, আরএসএস সংগঠনের নীতির সঙ্গে যেসমব মানুষের মানসিকতায় মিল রয়েছে, তাঁদের খুঁজে বার করা অ্যাপার্টমেন্টগুলি থেকে । এজন্য আরএসএস-এর তৃণমূলস্তরের ব্যক্তিদেরই অ্যাপার্টমেন্টপ্রমুখের দায়িত্বে রাখতে চলেছে গেরুয়া শিবির।

এই সমস্ত আর এসএস কর্মীরা, প্রতিনিয়ত অ্যাপার্টমেন্টের ওই সদস্যদের নিয়ে গোষ্ঠী বৈঠক করবেন। বিভিন্ন মূল্যবোধ, নীতি, ও সাম্প্রতিক ঘটনার বিষয়ে এঁরা ওই ব্যক্তিদেরসঙ্গে আলোচনা করবেন বলে জানা গিয়েছে আরএসএস সূত্রে। আরএসএস এবার শহরের জনগোষ্ঠীর সঙ্গে নিজেদের সম্পর্ক আরও দৃঢ় করতে চাইছে। ২০০১ এর তুলনায় ২০১১ এর আদমসুমারি বলছে, দেশে ক্রমেই বেড়ে উঠছে শহরাঞ্চল। আর গ্রাম ছাড়িয়ে এবার শহরের জনগোষ্ঠীকে যুক্ত করতে চাইছে গেরুয়া শিবির।

English summary
To expand its urban reach, RSS to send out ‘apartment pramukhs’.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X