For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

২৬/১১ ধাঁচের সন্ত্রাস হানা রুখতে বহু কোটি টাকার এই 'অ্যাকশন প্ল্যান' কেন্দ্রের

২৬ /১১ মুম্বই হানায় যেভাবে জলপথে ভারতে ঢুকে পড়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা, এবার সেই ধরনের হামলা রুখতে প্রায় ৩১ হাজার কোটিরও বেশি টাকার প্রকল্প অনুমোদন করে দিল কেন্দ্রীয় সরকার।

  • |
Google Oneindia Bengali News

২৬ /১১ মুম্বই হানায় যেভাবে জলপথে ভারতে ঢুকে পড়েছিল পাক মদতপুষ্ট জঙ্গিরা, এবার সেই ধরনের হামলা রুখতে প্রায় ৩১ হাজার কোটিরও বেশি টাকার প্রকল্প অনুমোদন করে দিল কেন্দ্রীয় সরকার। ভারতের উপকূলরক্ষী বাহিনীর তরফে এই ধরনের হামলা রোখার জন্য এক পঞ্চবার্ষিকী পরিকল্পনার প্রস্তাব দেওয়া হয়, যাতে শিলমোহর দেয় কেন্দ্র। কেন্দ্রীয় প্রতিরক্ষা সচিব সঞ্জয় মিত্রর সঙ্গে একটি বৈঠকে এই বিষয়টি স্থির হয়।

দেশের উপকূল রক্ষীবাহিনীকে , আরও বেশি শক্তিশালী রাখতে ১৭৫ টি জাহাজ ও ১১০ টি এয়ারক্রাফ্ট ফোর্স ২০২২ সালের মধ্যে কেনা হবে। উল্লেখ্য, সমরাস্ত্রের দিক থেকে ভারতীয় প্রতিরক্ষাবাহিনীতে এতদিন পর্যন্ত সবচেয়ে কম শক্তিশালী ছিল উপকূল রক্ষী বাহিনী। তাদেরও শক্তিশালী করার এই বিশাল অঙ্কের টাকা বিনিয়োগকে ইতিবাচক ভাবই দেখছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।

২৬/১১ ধাঁচের সন্ত্রাস হানা রুখতে বহু কোটি টাকার এই 'অ্যাকশন প্ল্যান' কেন্দ্রের

চিনা হুমকি ও পাক নাশকতার ছকের সামনে ভারতীয় উপকূল বাহিনীকে আরো শক্তপোক্ত করেতে, আসছে আরও বোট, এয়ারক্রাফ্ট, ভেসেল,পরিকাঠামোগত দিক থেকে জোরদার সমরাস্ত্র নিয়ে এবার প্রতিরক্ষার কাজে নামতে চলেছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী। প্রসঙ্গত উল্লেখ্য, বহু বার করাচি থেকে অবৈধ নৌকা ঢুকে পড়েছে ভারতীয় ভূখণ্ডে। অন্যদিকে চিনা সাবমেরিনেরো বঙ্গোপসাগরে ইতিউতি ঘুরে বেড়ানোকে ভালো চোখে দেখছেনা ভারত। সব মিলিয়ে সরকারের নতুন অনুমোদনে অনেকটাই শক্তিশালী হতে চলেছে প্রতিরক্ষা বাহিনী।

১৬,০০০ অফিসার ও ৯,০০০ সাদা পোশাকের রক্ষী সমেত এই বিশাল বাহিনী পেতে চলেছে ৩১ হাজার ৭৪৮ কোটি টাকার প্রকল্প। এদেশের ৭, ৫১৬ কিলোমিটারের দীর্ঘ উপকূলকে রক্ষা করতে এই প্রকল্প কতটা কার্যকরী হয়, এখন সেদিকই নজর অনেকেরই।

English summary
The government has approved a 31,748 crore “definitive five-year action programme” for the Coast Guard in a bid to avert a 26/11-like terror attack in the future. The plan that aims to make the Coast Guard a 175-ship and 110-aircraft force by 2022 was cleared at a meeting chaired by Defence Secretary Sanjay Mitra earlier this month. The Coast Guard, which is the Defence Ministry’s smallest armed force after the Army, Indian Air Force and Navy, plays a crucial role in ensuring coastal security, protecting island territories, offshore assets and marine environment.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X