For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী পদে সমর্থন নয়, বোঝালেন মমতা

  • By Ananya Pratim
  • |
Google Oneindia Bengali News

মমতা ও মোদী
কলকাতা, ২৩ ফেব্রুয়ারি: বিজেপি হল দাঙ্গাবাজদের দল। তাই বিজেপি-কে দিল্লির মসনদে সমর্থন নয়। লোকসভা ভোটের পরবর্তী অঙ্ক নিয়ে যখন বিস্তর জল্পনা-কল্পনা চলছে, তখনই একটি ইংরেজি দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে এ কথা জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

ভোটের পর বিজেপি তথা নরেন্দ্র মোদীকে তৃণমূল কংগ্রেস সমর্থন করতে পারে, এই মর্মে কানাঘুষো শোনা যাচ্ছিল বিস্তর। তাতে দাঁড়ি টেনে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সাফ জানিয়েছেন, "বিজেপি কংগ্রেসের বিকল্প নয়। আর কংগ্রেসও বিজেপি-র বিকল্প নয়। আমরা একটা দুর্নীতিগ্রস্ত সরকারকে তাড়িয়ে দাঙ্গাবাজদের কখনওই ক্ষমতায় আনতে পারি না। দাঙ্গাবাজদের সঙ্গে জোটেও যাবে না তৃণমূল কংগ্রেস।"

আপনি তা হলে প্রধানমন্ত্রী হচ্ছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জবাব, "অনেক নেতাই আছেন, যাঁরা দেশকে ভালোভাবে নেতৃত্ব দিতে পারবেন। মানুষ ঠিক করবেন, কে পরবর্তী প্রধানমন্ত্রী হবেন।"

পাশাপাশি, তিনি বলেছেন, ফেডারেল ফ্রন্টই হল ভবিষ্যৎ। সিপিএমের মস্তিষ্কপ্রসূত তৃতীয় মোর্চাকে বিঁধেছেন তিনি। বলেছেন, "এমন মোর্চা অতীতে ফলদায়ী হয়নি। তৃতীয় মোর্চা মানে হল তৃতীয় শ্রেণী। সিপিএম ভোটে হেরে ভূত হবে, তাই তৃতীয় মোর্চা নিয়ে প্রশ্নই উঠছে না। তৃতীয় মোর্চা একটা ক্লান্তিকর মোর্চা।"

প্রসঙ্গত, গত ৫ ফেব্রুয়ারি ব্রিগেডের ময়দানে জনসভা করেছিলেন বিজেপি-র প্রধানমন্ত্রী পদপ্রার্থী নরেন্দ্র মোদী। এই সভায় তিনি মমতার বিরুদ্ধে একটা শব্দও উচ্চারণ করেননি। তখন থেকে তাই জল্পনা ছড়াচ্ছিল, নরেন্দ্র মোদীর সঙ্গে বোঝাপড়া হতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই জল্পনায় জল ঢেলে দিলেন মমতা নিজেই। এর ফলে বিজেপি নেতৃত্বকে নতুন করে ভাবনাচিন্তা করতে হতে পারে।

English summary
TMC will not support Narendra Modi as PM, clears Mamata Banerjee
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X